কচুরিপানা অপসারনের মধ্য দিয়ে নদী-খাল পরিস্কারের উদ্যোগ নিয়েছে শার্শা প্রশাসন

  • Update Time : ০৬:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / 38

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-

নদীর গতি পথ ঠিক রাখতে,দখল মুক্ত করতে ও নদী-খাল পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে শুরু করা হয় কচুরীপানা অপসারনের কাজ।

বৃহস্পতিবার(২১ নভেম্বর) শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নের রাজনগর নামক স্থানে বেতনা নদীর কচুরিপানা অপসারনের কাজ শুরু হয়। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগন এই কাজে সহযোগিতা করে। পরিস্কার-পরিচ্ছন্ন এ কাজের তদারকিতে উপস্থিত থেকে শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, “এ কাজ জাতীয় দায়িত্ব মনে করে আপনারা যারা স্বেচ্ছাসেবীরা আছেন, যুব সম্প্রদায়ের যারা আছেন, কাজটি করবেন। এ কাজগুলো আগামীতেও অব্যাহত, চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমরা যেন আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল আর দূষণমুক্ত নদী দেখাতে পারি। কচুরিপানা অপসারন করতে পারলে আমরা পরিচ্ছন্ন নদী পাব,পরিচ্ছন্ন খাল পাব। বেতনা নদীর পাশ ঘিরে বসবাসকারী মানুষদেরকে  কচুরিপানা অপসারনের এ কাজে সহযোগিতার আহবান জানান। সেইসাথে কেউ যেন নোংড়া করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন তিনি।

এ সময় ইউএনও মহোদয়ের এ কাজে সহযোগীতা করেন-নুসরাত ইয়াসমিন(সহকারী কমিশনার,ভূমি,শার্শা,যশোর)।

Tag :

Please Share This Post in Your Social Media


কচুরিপানা অপসারনের মধ্য দিয়ে নদী-খাল পরিস্কারের উদ্যোগ নিয়েছে শার্শা প্রশাসন

Update Time : ০৬:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-

নদীর গতি পথ ঠিক রাখতে,দখল মুক্ত করতে ও নদী-খাল পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে শুরু করা হয় কচুরীপানা অপসারনের কাজ।

বৃহস্পতিবার(২১ নভেম্বর) শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নের রাজনগর নামক স্থানে বেতনা নদীর কচুরিপানা অপসারনের কাজ শুরু হয়। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগন এই কাজে সহযোগিতা করে। পরিস্কার-পরিচ্ছন্ন এ কাজের তদারকিতে উপস্থিত থেকে শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, “এ কাজ জাতীয় দায়িত্ব মনে করে আপনারা যারা স্বেচ্ছাসেবীরা আছেন, যুব সম্প্রদায়ের যারা আছেন, কাজটি করবেন। এ কাজগুলো আগামীতেও অব্যাহত, চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমরা যেন আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল আর দূষণমুক্ত নদী দেখাতে পারি। কচুরিপানা অপসারন করতে পারলে আমরা পরিচ্ছন্ন নদী পাব,পরিচ্ছন্ন খাল পাব। বেতনা নদীর পাশ ঘিরে বসবাসকারী মানুষদেরকে  কচুরিপানা অপসারনের এ কাজে সহযোগিতার আহবান জানান। সেইসাথে কেউ যেন নোংড়া করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন তিনি।

এ সময় ইউএনও মহোদয়ের এ কাজে সহযোগীতা করেন-নুসরাত ইয়াসমিন(সহকারী কমিশনার,ভূমি,শার্শা,যশোর)।