বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে যাবে ‘এ’ দল

  • Update Time : ১২:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 25

 

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে এই বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ভালোমতো প্রস্তুত হতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের ঠিকঠাক প্রস্তুতি নিশ্চিত করতে সুযোগ করে দিতে পারে বিসিবি। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে নারী ‘এ’ দল। এই সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবে তারা। সেই সিরিজে জাতীয় দলের কয়েকজনকে খেলাতে পারে বাংলাদেশ।

বুধবার (২৮ আগস্ট) শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ নারী ‘এ’ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে ‘এ’ দল। কলম্বোর বিভিন্ন মাঠে হবে সিরিজের ম্যাচগুলো। ‘এ’ দলের সিরিজ হলেও নারী বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়কেই এই সফরে পাঠানো হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হাবিবুল বাশার।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ৮ সেপ্টেম্বর। পানাগোডার আর্মি গ্রাউন্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ১০ সেপ্টেম্বর কলম্বোর থুর্স্টানে দ্বিতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি কলম্বোর পি সারা ওভালে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরেরদিন একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে। এরপর ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আরব আমিরাতে চলে যাবে টাইগ্রেসরা। আগামী ৩ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media


বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে যাবে ‘এ’ দল

Update Time : ১২:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

 

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে এই বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ভালোমতো প্রস্তুত হতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের ঠিকঠাক প্রস্তুতি নিশ্চিত করতে সুযোগ করে দিতে পারে বিসিবি। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে নারী ‘এ’ দল। এই সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবে তারা। সেই সিরিজে জাতীয় দলের কয়েকজনকে খেলাতে পারে বাংলাদেশ।

বুধবার (২৮ আগস্ট) শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ নারী ‘এ’ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে ‘এ’ দল। কলম্বোর বিভিন্ন মাঠে হবে সিরিজের ম্যাচগুলো। ‘এ’ দলের সিরিজ হলেও নারী বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়কেই এই সফরে পাঠানো হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হাবিবুল বাশার।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ৮ সেপ্টেম্বর। পানাগোডার আর্মি গ্রাউন্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ১০ সেপ্টেম্বর কলম্বোর থুর্স্টানে দ্বিতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি কলম্বোর পি সারা ওভালে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরেরদিন একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে। এরপর ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আরব আমিরাতে চলে যাবে টাইগ্রেসরা। আগামী ৩ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।