রাহুলকে নিয়েই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

  • Update Time : ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / 161

স্পোর্টস ডেস্ক

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের মেগা আসরের জন্য বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ভারত। চোটের কারণে দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা লোকেশ রাহুলকে রেখেই বিশ্বকাপে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারত দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফোর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মিডলঅর্ডার ব্যাটার তিলক ভার্মা ও পেসার প্রসিধ কৃষ্ণা। তবে মে মাসের পর থেকে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ না খেলা লোকেশ রাহুলকে স্কোয়াডে রেখেছেন অজিত আগারকারের নির্বাচক প্যানেল।

স্বাগতিক ভারতের ঘোষিত বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন-যুবেন্দ্র চাহালের। এশিয়া কাপের দল গঠনের সময় চাহালের তুলনায় চায়নাম্যান কুলদীপ যাদপকে এগিয়ে রাখায় বেশ সমালোচনার মুখেই পড়েছিলেন ভারতীয় নির্বাচকরা। বিশ্বকাপেও সেই যাদবেই আস্থা রেখেছেন আগারকার।

ভারতের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার স্যাঞ্জু স্যামসনের। এশিয়া কাপে স্ট্যান্ড বাই দলে থাকলেও ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের দলে দর্শক হয়েই থাকতে হচ্ছে ডানহাতি ব্যাটারকে। এদিকে দারুণ পারফর্ম করা তিলক ভার্মারও জায়গা হয়নি বিশ্বকাপ দলে।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ব্যাটিং করা ইশান কিষানও প্রত্যাশামতো স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং পেস অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর। পেসার হিসেবে আছেন শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

Tag :

Please Share This Post in Your Social Media


রাহুলকে নিয়েই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

Update Time : ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের মেগা আসরের জন্য বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ভারত। চোটের কারণে দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা লোকেশ রাহুলকে রেখেই বিশ্বকাপে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারত দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফোর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মিডলঅর্ডার ব্যাটার তিলক ভার্মা ও পেসার প্রসিধ কৃষ্ণা। তবে মে মাসের পর থেকে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ না খেলা লোকেশ রাহুলকে স্কোয়াডে রেখেছেন অজিত আগারকারের নির্বাচক প্যানেল।

স্বাগতিক ভারতের ঘোষিত বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন-যুবেন্দ্র চাহালের। এশিয়া কাপের দল গঠনের সময় চাহালের তুলনায় চায়নাম্যান কুলদীপ যাদপকে এগিয়ে রাখায় বেশ সমালোচনার মুখেই পড়েছিলেন ভারতীয় নির্বাচকরা। বিশ্বকাপেও সেই যাদবেই আস্থা রেখেছেন আগারকার।

ভারতের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার স্যাঞ্জু স্যামসনের। এশিয়া কাপে স্ট্যান্ড বাই দলে থাকলেও ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের দলে দর্শক হয়েই থাকতে হচ্ছে ডানহাতি ব্যাটারকে। এদিকে দারুণ পারফর্ম করা তিলক ভার্মারও জায়গা হয়নি বিশ্বকাপ দলে।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ব্যাটিং করা ইশান কিষানও প্রত্যাশামতো স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং পেস অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর। পেসার হিসেবে আছেন শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।