শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন মেসি!
- Update Time : ০৪:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / 130
স্পোর্টস ডেস্ক
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মাঠ ও মাঠের বাইরেও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির সময়টা চলছে দারুণ। নতুন ক্লাবের হয়ে লিগস কাপের শিরোপা জয়, ইউএস ওপেন কাপের ফাইনালে ওঠার পর মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক ম্যাচেও জয় পেয়েছেন লিওনেল মেসি। একই সঙ্গে এমএলএসের অভিষেকটা গোলে রাঙিয়েছেন আর্জেন্টাইন তারকা।
স্বয়ং আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক একাধিক সাক্ষাৎকারে বলেছেন, সময়টাকে খুব উপভোগ করছেন তিনি। তবে মেসির এই আনন্দে কিছুটা ছন্দপতন ঘটাতে পারে শাস্তি।
মেজর লিগ সকারের (এমএলএস) অভিষেকে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয়ের ম্যাচে লিগের একটি নিয়ম ভেঙেছেন মেসি। এর কারণে শাস্তি পেতে পারেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী।
রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি ফুটবল বিশ্বের সেরা এই তারকা। ম্যাচ শেষ হওয়ার পর সতীর্থদের সঙ্গে উদ্যাপন করে মাঠ থেকে চলে যান তিনি। সংবাদ সংস্থা এপির খবর অনুযায়ী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য তাকে যখন ডাকা হয়, ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা কর্তৃপক্ষকে জানান, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য মেসি নেই!
এমএলএসের নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য সব খেলোয়াড়কেই তৈরি থাকতে হয়। সংবাদমাধ্যম যার সঙ্গে কথা বলতে চাইবে, তারই কথা বলতে হবে। রেড বুলসের বিপক্ষে ম্যাচের আগে এমএলএসের মিডিয়া কমিটির সভাপতি ড্যান কোর্টমানচে ইন্টার মায়ামির কর্তৃপক্ষকে জানান, মেসি সহ সব খেলোয়াড়ই যেন ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনের জন্য তৈরি থাকেন।
নিয়ম ভাঙায় মেসির কী শাস্তি হতে পারে বা আদৌ কোনো শাস্তি হবে কি না, সেটা অবশ্য এখনো জানায়নি এমএলএসে কর্তৃপক্ষ।