মেসির গোলে মেজর সকার লিগে অভিষেকেই জয় ইন্টার

  • Update Time : ১১:১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / 120

স্পোর্টস ডেস্ক

মেজর সকার লিগে প্রথম ম্যাচে মেসির গোলে রেড বুলকে হারিয়েছে ইন্টার মায়ামি।

একে একে সব লিগেই অভিষেক সেরে ফেললেন আর্জেন্টাইন সুপারস্টার। মেজর সকার লিগে অভিষেক ম্যাচেই গোল পেলেন লিওনেল মেসি।

রোববার মেসির দল ইন্টার মায়ামি রেড বুলকে হারালো ২-০ গোলে। এই জয়ে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো মেসিবাহিনী।

বলা হয়ে থাকে লিও মেসি আসলে এলিয়েন। এমনটা না বলে উপায় কি? বেঞ্চ থেকে নামলেন, আরো একবার নাম তুললেন স্কোর শিটে। এই নিয়ে ইন্টার মায়ামির জার্সিতে নয় ম্যাচে আর্জেন্টাইন সেনশেশনের সংখ্যা হলো ১১।

লিগস কাপ, ইউএস ওপেন কাপে অভিষেকটা হয়েছে রাজার বেশে। এবার বাকি মেজর সকার লিগ। মেসিকে দেখতে তাই ২০ হাজার ডলার খরচা করে রেড বুলে হাজির ভক্তরা। কিন্তু হায় ক্লান্তি কাটাতে মেসিকে ছাড়াই মার্তিনো সাজালেন শুরুর একাদশ। সমর্থকদের মাথায় হাত। তবে কি মেসিকে না দেখেই আজ ফিরতে হবে বাড়ি। চারদিকে স্লোগান, আমরা এখনোই মেসিকে চাই।

রেড বুলের বিপক্ষে এক গোলে এগিয়ে থেকেও লাগাম যেন হোস্টদের হাতে। বল দখল, পাসিং, সফল পাস সবকিছুতেই এগিয়ে রেড বুলস।

অবশেষে ম্যাচের ৬০ মিনিটে মেসি এলেন শো স্টপার হয়ে। মুহূর্তেই যেন বদলে গেলো দৃশ্য। মুহুর্মুহু আক্রমণে ইন্টার মায়ামি। শট অ্যাকুরিসি, অন টার্গেট শট, ব্লকড শট সবকিছুতেই আপারহ্যান্ডে মেসি বাহিনী। ম্যাচের ৮৭ মিনিটে মেসির পা থেকে আসে সে জাদুর গোল।

এই জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে এক ধাপ ওপরে উঠে এলো ইন্টার মায়ামি। লিগে ২৩ ম্যাচে ৬ জয় ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে মায়ামি আছে ১৪ নম্বরে। তবে প্লে অফে খেলতে হলে মেসিদের চাই আরো ১২ পয়েন্ট। মিরাকল মেসি নিশ্চয়ই সেই কাজটাও করে ফেলবেন।

Tag :

Please Share This Post in Your Social Media


মেসির গোলে মেজর সকার লিগে অভিষেকেই জয় ইন্টার

Update Time : ১১:১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

মেজর সকার লিগে প্রথম ম্যাচে মেসির গোলে রেড বুলকে হারিয়েছে ইন্টার মায়ামি।

একে একে সব লিগেই অভিষেক সেরে ফেললেন আর্জেন্টাইন সুপারস্টার। মেজর সকার লিগে অভিষেক ম্যাচেই গোল পেলেন লিওনেল মেসি।

রোববার মেসির দল ইন্টার মায়ামি রেড বুলকে হারালো ২-০ গোলে। এই জয়ে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো মেসিবাহিনী।

বলা হয়ে থাকে লিও মেসি আসলে এলিয়েন। এমনটা না বলে উপায় কি? বেঞ্চ থেকে নামলেন, আরো একবার নাম তুললেন স্কোর শিটে। এই নিয়ে ইন্টার মায়ামির জার্সিতে নয় ম্যাচে আর্জেন্টাইন সেনশেশনের সংখ্যা হলো ১১।

লিগস কাপ, ইউএস ওপেন কাপে অভিষেকটা হয়েছে রাজার বেশে। এবার বাকি মেজর সকার লিগ। মেসিকে দেখতে তাই ২০ হাজার ডলার খরচা করে রেড বুলে হাজির ভক্তরা। কিন্তু হায় ক্লান্তি কাটাতে মেসিকে ছাড়াই মার্তিনো সাজালেন শুরুর একাদশ। সমর্থকদের মাথায় হাত। তবে কি মেসিকে না দেখেই আজ ফিরতে হবে বাড়ি। চারদিকে স্লোগান, আমরা এখনোই মেসিকে চাই।

রেড বুলের বিপক্ষে এক গোলে এগিয়ে থেকেও লাগাম যেন হোস্টদের হাতে। বল দখল, পাসিং, সফল পাস সবকিছুতেই এগিয়ে রেড বুলস।

অবশেষে ম্যাচের ৬০ মিনিটে মেসি এলেন শো স্টপার হয়ে। মুহূর্তেই যেন বদলে গেলো দৃশ্য। মুহুর্মুহু আক্রমণে ইন্টার মায়ামি। শট অ্যাকুরিসি, অন টার্গেট শট, ব্লকড শট সবকিছুতেই আপারহ্যান্ডে মেসি বাহিনী। ম্যাচের ৮৭ মিনিটে মেসির পা থেকে আসে সে জাদুর গোল।

এই জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে এক ধাপ ওপরে উঠে এলো ইন্টার মায়ামি। লিগে ২৩ ম্যাচে ৬ জয় ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে মায়ামি আছে ১৪ নম্বরে। তবে প্লে অফে খেলতে হলে মেসিদের চাই আরো ১২ পয়েন্ট। মিরাকল মেসি নিশ্চয়ই সেই কাজটাও করে ফেলবেন।