টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • Update Time : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 142

স্পোর্টস ডেস্কঃ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ২১৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪৫ রানে ৬ উইকেট হারানোর পরও অবিশ্বাস্য জয় পায়। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের রেকর্ড জুটিতে আসে সাফল্য।

বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ জেতা মানে সিরিজ জয়ের পথে বহুদূর এগিয়ে যাওয়া। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ জিতলেই বাংলাদেশ জিতে যায় সিরিজ। পরিসংখ্যান তো বাংলাদেশের পক্ষেই কথা বলছে। দ্বিপাক্ষিক হিসেবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলছে ৭৭তম ওয়ানডে সিরিজ।

এর মধ্যে কেবল ২৬টিতে সিরিজের প্রথম ম্যাচ জেতে তারা। জয়ের হাসিতে শুরু করা সেই সিরিজগুলোর মধ্যে ২৩টি সিরিজ শেষ হয়েছিল জেতার আনন্দ নিয়ে। প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ হারের রেকর্ড একদমই কম বাংলাদেশের, মাত্র ৩টি। আর প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছে পাঁচটিতে। এমন সাফল্যগাথায় বাংলাদেশ ২৯তম সিরিজ জয়ের প্রত্যাশা করতেই পারে।

Tag :

Please Share This Post in Your Social Media


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Update Time : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্কঃ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ২১৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪৫ রানে ৬ উইকেট হারানোর পরও অবিশ্বাস্য জয় পায়। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের রেকর্ড জুটিতে আসে সাফল্য।

বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ জেতা মানে সিরিজ জয়ের পথে বহুদূর এগিয়ে যাওয়া। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ জিতলেই বাংলাদেশ জিতে যায় সিরিজ। পরিসংখ্যান তো বাংলাদেশের পক্ষেই কথা বলছে। দ্বিপাক্ষিক হিসেবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলছে ৭৭তম ওয়ানডে সিরিজ।

এর মধ্যে কেবল ২৬টিতে সিরিজের প্রথম ম্যাচ জেতে তারা। জয়ের হাসিতে শুরু করা সেই সিরিজগুলোর মধ্যে ২৩টি সিরিজ শেষ হয়েছিল জেতার আনন্দ নিয়ে। প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ হারের রেকর্ড একদমই কম বাংলাদেশের, মাত্র ৩টি। আর প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছে পাঁচটিতে। এমন সাফল্যগাথায় বাংলাদেশ ২৯তম সিরিজ জয়ের প্রত্যাশা করতেই পারে।