ভারতের কাছে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

  • Update Time : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / 156

স্পোর্টস ডেস্কঃ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। হেরেছে তিনটিতেই। ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

গতকাল রোববার রাতে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ১৭ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানেই ঘরে তুলল স্বাগতিক দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ সংগ্রহ করে ভারত। যদিও তাদের সুখকর ছিল না। তবে, শুরুর হতাশা কাটিয়ে দলকে লড়াইয়ের পূঁজি এনে দেন সূর্যকুমার যাদব ও ভেঙ্কটেশ আইয়ার।

ব্যাট হাতে মাত্র ৩১ বলে ৬৫ রানের ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। ১৯ বলে ৩১ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। এ ছাড়া ঈশান কিষান করেন ৩৪ রান। শ্রেয়াস আইয়ার করেন ২৫ রান।

ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় আশা জাগিয়ে শেষ পর্যন্ত ১৬৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।  দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। মোট সফরে দুই সংস্করণ মিলিয়ে ছয় ম্যাচের সবগুলোই হারল ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত : ২০ ওভারে ১৮৪/৫ (রুতুরাজ ৪, কিষান ৩৪, শ্রেয়াস ২৫, রোহিত ৭, সূর্যকুমার ৬৫, ভেঙ্কাটেশ ৩৫*; হোল্ডার ৪-০-২৯-১, শেফার্ড ৪-০-৫০-১, চেইস ৪-০-২৩-১, ওয়ালশ ৪-০-৩০-১ ড্রেকস ৩-০-৩৭-১, অ্যালেন ১-০-৫-০)।

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৭/৯ (মেয়ার্স ৬, হোপ ৮, পুরান ৬১, পাওয়েল ২৫, পোলার্ড ৫, হোল্ডার ২, চেইস ১২, শেফার্ড ২৯, অ্যালেন ৫*, ড্রেকস ৪, ওয়ালশ ০*; চাহার ১.৫-০-১৫-২, আভেশ ৪-০-৪২-০, ভেঙ্কাটেশ ২.১-০-২৩-২, শার্দুল ৪-০-৩৩-২, বিষ্ণই ৪-০-২৯-০, হার্শাল ৪-০-২২-৩)।

ফল : ভারত ১৭ রানে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ৩-০ তে জয়ী ভারত।

ম্যান অব দ্য ম্যাচ : সূর্যকুমার যাদব।

ম্যান অব দ্য সিরিজ : সূর্যকুমার যাদব।

Tag :

Please Share This Post in Your Social Media


ভারতের কাছে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

Update Time : ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্কঃ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। হেরেছে তিনটিতেই। ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

গতকাল রোববার রাতে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ১৭ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানেই ঘরে তুলল স্বাগতিক দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ সংগ্রহ করে ভারত। যদিও তাদের সুখকর ছিল না। তবে, শুরুর হতাশা কাটিয়ে দলকে লড়াইয়ের পূঁজি এনে দেন সূর্যকুমার যাদব ও ভেঙ্কটেশ আইয়ার।

ব্যাট হাতে মাত্র ৩১ বলে ৬৫ রানের ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। ১৯ বলে ৩১ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। এ ছাড়া ঈশান কিষান করেন ৩৪ রান। শ্রেয়াস আইয়ার করেন ২৫ রান।

ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় আশা জাগিয়ে শেষ পর্যন্ত ১৬৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।  দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। মোট সফরে দুই সংস্করণ মিলিয়ে ছয় ম্যাচের সবগুলোই হারল ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত : ২০ ওভারে ১৮৪/৫ (রুতুরাজ ৪, কিষান ৩৪, শ্রেয়াস ২৫, রোহিত ৭, সূর্যকুমার ৬৫, ভেঙ্কাটেশ ৩৫*; হোল্ডার ৪-০-২৯-১, শেফার্ড ৪-০-৫০-১, চেইস ৪-০-২৩-১, ওয়ালশ ৪-০-৩০-১ ড্রেকস ৩-০-৩৭-১, অ্যালেন ১-০-৫-০)।

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৭/৯ (মেয়ার্স ৬, হোপ ৮, পুরান ৬১, পাওয়েল ২৫, পোলার্ড ৫, হোল্ডার ২, চেইস ১২, শেফার্ড ২৯, অ্যালেন ৫*, ড্রেকস ৪, ওয়ালশ ০*; চাহার ১.৫-০-১৫-২, আভেশ ৪-০-৪২-০, ভেঙ্কাটেশ ২.১-০-২৩-২, শার্দুল ৪-০-৩৩-২, বিষ্ণই ৪-০-২৯-০, হার্শাল ৪-০-২২-৩)।

ফল : ভারত ১৭ রানে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ৩-০ তে জয়ী ভারত।

ম্যান অব দ্য ম্যাচ : সূর্যকুমার যাদব।

ম্যান অব দ্য সিরিজ : সূর্যকুমার যাদব।