লক্ষ্মীপুরে কৃষক হত্যা: ৫ জনের ফাঁসির আদেশ, যাবজ্জীবন ৩ জনের

  • Update Time : ০১:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • / 166

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষক আকবর হোসেনকে হত্যা করা মামলায় মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ মামলায় আরও ৩ আসামি বেকসুর খালাস পেয়েছে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহির হোসেন ও মো. রুবেল হোসেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। এর মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিলনা। খালাস পেলেন, ওসমান কবিরাজ, উম্মে হাবিবা সুমাইয়াসহ ৩জন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌশলী (পিপি) জসীম উদ্দিন জানান রায়ে রাষ্ট্র পক্ষ সন্তোষ রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

Tag :

Please Share This Post in Your Social Media


লক্ষ্মীপুরে কৃষক হত্যা: ৫ জনের ফাঁসির আদেশ, যাবজ্জীবন ৩ জনের

Update Time : ০১:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষক আকবর হোসেনকে হত্যা করা মামলায় মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ মামলায় আরও ৩ আসামি বেকসুর খালাস পেয়েছে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহির হোসেন ও মো. রুবেল হোসেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। এর মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিলনা। খালাস পেলেন, ওসমান কবিরাজ, উম্মে হাবিবা সুমাইয়াসহ ৩জন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌশলী (পিপি) জসীম উদ্দিন জানান রায়ে রাষ্ট্র পক্ষ সন্তোষ রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।