সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

  • Update Time : ১২:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • / 176

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (৮ আগস্ট) সদরের শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (৯ আগস্ট) সকালে দু’জনের দাফন সম্পন্ন হয়।

মৃত ব্যক্তিরা হলেন- রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০) ও সিকিমের ছেলে আব্দুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের আবু তাহের (৫০)।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনটি মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করতেন, তবে মদ্যপানে মৃত্যু হয়েছে কিনা সেটা জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারক বলেন, বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। মৃতদের মধ্যে সকালে দু’জনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করছেন।

Please Share This Post in Your Social Media


সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

Update Time : ১২:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (৮ আগস্ট) সদরের শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (৯ আগস্ট) সকালে দু’জনের দাফন সম্পন্ন হয়।

মৃত ব্যক্তিরা হলেন- রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০) ও সিকিমের ছেলে আব্দুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের আবু তাহের (৫০)।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনটি মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করতেন, তবে মদ্যপানে মৃত্যু হয়েছে কিনা সেটা জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারক বলেন, বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। মৃতদের মধ্যে সকালে দু’জনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করছেন।