বিডি রিডস এর উদ্যোগে ইফতার আয়োজন

- Update Time : ০৯:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 242
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারের আয়োজন করে বাংলাদেশের সবচেয়ে বড় সাইলেন্ট রিডিং ইনিশিয়েটিভ ‘বাংলাদেশ রিডস’।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি সি চত্ত্বরে অনুষ্ঠিত হয় ইফতারের এই আয়োজন।
বাংলাদেশের ৩৫টি জেলায় নীরবে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দেয়া এই সংগঠনের খোলা মাঠে ইফতার আয়োজনটি শেষ পর্যন্ত লেখক, পাঠক, বুক রিভিউয়ার ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার পরবর্তী আলোচনায় কবি ও গবেষক ইমরান মাহফুজ বাংলাদেশ রিডস এর নীরবে বই পড়ার এই উদ্যোগকে সাহিত্যাঙ্গণে বড় কিছুর সূচনা বলে অভিহিত করে সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
কোলাবোরেশানে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন সংগঠক ইব্রাহীম নিরব ও নাহিদ বাদশা।
কেন্দ্রবিন্দু প্রকাশনীর প্রকাশক ওয়াহিদ তুষার বাংলাদেশ রিডস থেকে নতুন নতুন লেখক তৈরি হওয়ার পাশাপাশি সচেতন পাঠক সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করেন।
চিত্রশিল্পী জাহেদ রবিন শিল্পকে অমূল্য সম্পদ হিসেবে ঘোষণা দিয়ে শিল্পের বাজার মূল্য কেড়ে নেয়ায় ক্ষোভ প্রকাশ করে এর থেকে উত্তরণে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। বুক রিভিউয়ার হাসনাত আবদুল্লাহ বুক রিভিউ থেকে আয়ের উৎস তৈরি করার প্রয়োজনীতার উপর জোর দেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ রিডস এর অপারেশন’স লিড, লেখক রাইয়ান জহির ‘আলোকিত করি’র ফাউন্ডার মিথুন দাশ কাব্যর হাত ধরে বাংলাদেশ রিডস এর সূচনার বিষয়টি স্মরণ করে এই সংগঠনের কার্যক্রম সবার জন্য তুলে ধরেন। বই পড়ার অভ্যাস ছড়িয়ে দেয়ার পাশাপাশি দেশের ক্রান্তিলগ্নে লগ্নে জুলাই বিপ্লবে সংগঠন ও ব্যক্তি রাইয়ান জহির এর অংশগ্রহণ ও সংগঠনের শহীদ ইকরাম হোসেন কাউসারের আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেন। সংগঠনের পথচলায় সকলের সহোযোগিতা আশা করেন তিনি।
এই ইফতার আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুক রিভিউয়ার মাসুম আহমেদ আদি, লেখক মোস্তফা মুন্তাজ, লেখক আশরাফুল আলম, সাংবাদিক রেজা শাহীন, সাংবাদিক সুজন হাসান প্রমুখ।
ইফতার আয়োজন সফল করতে সংগঠনের কোর মেম্বার হেরানূর খানম পিপাস এর সমন্বয়ে কাজ করেছেন কোর মেম্বার জেনী বাড়ৈ, মো. আজমল হোসেন শুভ, জান্নাতুল ফেরদৌস সারা, শারমিন তন্বী, রিজভী খান শিশির, শেখ ইমাম, মো. সাজু, নাহিদ নাজরান প্রমুখ।