আবারও মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে কোটি টাকার ক্যাবল পাচারের অভিযোগ

  • Update Time : ০১:০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 797

এরফান হোছাইন:

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে নিরাপত্তার দায়িত্বরত আনসার সদস্য দিয়ে চুরি করে মূল্যবান ক্যাবল তার কেটে পাচারের অভিযোগ উঠেছে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মির্জানুল হাসানে বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে যে – মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোঃ মির্জানুল হাসান ও নির্বাহী প্রকৌশলী ( নিরাপত্তা কর্মকর্তা – অতিরিক্ত দায়িত্ব) আবু রাইহানের নেতৃত্বে একটি সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে প্রকল্প হতে মূল্যবান তামা,ক্যাবল,তার,স্ক্যারাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল অবৈধভাবে পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আসছিল।

গত ৩০ ডিসেম্বর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পস্কো কোম্পানির এরিয়া থেকে প্রকল্পে নিরাপত্তা দায়িত্বরত ৩ জন আনসার সদস্য (পিসি মঞ্জুর, শহীদুল ইসলাম ও আলী হোছাইন) ক্যাবল তার কাটার সময় কোরিয়ান কর্মকর্তা সুং ইউন কিমের নেতৃত্বে পস্কোর সিকিউরিটির একটি টিম তাদেরকে হাতে-নাতে ধরা পড়লে তারা(আনসার সদস্য) কোলপাওয়ার কোম্পানি নির্রাপত্তা কর্মকর্তা মির্জানুল হাসানে নির্দেশে এ ধরনের চুরি কাজে জড়িয়ে পড়েছেন বলে আনসার সদস্য প্রাথমিক ভাবে মৌখিক স্বীকারোক্তি দেন বলে জানা যায়।

এনিয়ে গত ৯ জানুয়ারী পস্কো কোম্পানির কোরিয়ান কর্মকর্তা সুং ইউন কিম সুমিতমো করর্পোরেশন মাতারবাড়ি সাইটের প্রকল্প পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা যায়।

আনসার সদস্যরা জানান- আমরা কোলপাওয়ার নির্রাপত্তা কর্মকর্তা মির্জানুল হাসানের নির্দেশে দায়িত্ব পালন করে থাকি। এছাড়া সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে নিরাপত্তা কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য বলেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোলপাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা মির্জানুল হাসানকে ফোন দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media


আবারও মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে কোটি টাকার ক্যাবল পাচারের অভিযোগ

Update Time : ০১:০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

এরফান হোছাইন:

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে নিরাপত্তার দায়িত্বরত আনসার সদস্য দিয়ে চুরি করে মূল্যবান ক্যাবল তার কেটে পাচারের অভিযোগ উঠেছে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মির্জানুল হাসানে বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে যে – মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোঃ মির্জানুল হাসান ও নির্বাহী প্রকৌশলী ( নিরাপত্তা কর্মকর্তা – অতিরিক্ত দায়িত্ব) আবু রাইহানের নেতৃত্বে একটি সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে প্রকল্প হতে মূল্যবান তামা,ক্যাবল,তার,স্ক্যারাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল অবৈধভাবে পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আসছিল।

গত ৩০ ডিসেম্বর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পস্কো কোম্পানির এরিয়া থেকে প্রকল্পে নিরাপত্তা দায়িত্বরত ৩ জন আনসার সদস্য (পিসি মঞ্জুর, শহীদুল ইসলাম ও আলী হোছাইন) ক্যাবল তার কাটার সময় কোরিয়ান কর্মকর্তা সুং ইউন কিমের নেতৃত্বে পস্কোর সিকিউরিটির একটি টিম তাদেরকে হাতে-নাতে ধরা পড়লে তারা(আনসার সদস্য) কোলপাওয়ার কোম্পানি নির্রাপত্তা কর্মকর্তা মির্জানুল হাসানে নির্দেশে এ ধরনের চুরি কাজে জড়িয়ে পড়েছেন বলে আনসার সদস্য প্রাথমিক ভাবে মৌখিক স্বীকারোক্তি দেন বলে জানা যায়।

এনিয়ে গত ৯ জানুয়ারী পস্কো কোম্পানির কোরিয়ান কর্মকর্তা সুং ইউন কিম সুমিতমো করর্পোরেশন মাতারবাড়ি সাইটের প্রকল্প পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা যায়।

আনসার সদস্যরা জানান- আমরা কোলপাওয়ার নির্রাপত্তা কর্মকর্তা মির্জানুল হাসানের নির্দেশে দায়িত্ব পালন করে থাকি। এছাড়া সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে নিরাপত্তা কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য বলেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোলপাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা মির্জানুল হাসানকে ফোন দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।