মুহসীন হলের নতুন ভবন নির্মাণের খসড়া নকশা প্রণয়ন আগামী সপ্তাহের মধ্যেই
- Update Time : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / 41
জাননাহ, ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের নতুন ভবন নির্মাণে আগামী সপ্তাহের মধ্যেই মাটি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে এ সংক্রান্ত খসড়া নকশা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হাজী মুহম্মদ মুহসীন হল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি হলের পলেস্তারা খসে পড়ে আহত শিক্ষার্থীর কক্ষসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাজী মুহম্মদ মুহসীন হলের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে এখানে বহুতল বিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণের জন্য সরকারের কাছে শিগগিরই প্রস্তাব পাঠানো হবে। আগামী সপ্তাহের মধ্যেই মাটি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে এসংক্রান্ত খসড়া নকশা প্রণয়ন করা হবে।
এ সময় হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ প্রধান প্রকৌশলী ও প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।