কক্সবাজারে শাহপুরী হাইওয়ে পুলিশের তল্লাশীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : ০২:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 29

এরফান হোছাইন:

কক্সবাজারের উখিয়া উপজেলার টিএনটি এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম ইমাম হোসেন প্রকাশ মিজান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শাহপুরী হাইওয়ে ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তি তার কাছে থাকা ইয়াবাগুলো কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল।
আটককৃত ইমাম হোসেন প্রকাশ মিজান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খাইরুল আলমের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়। পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইনচার্জ, শাহপুরী হাইওয়ে থানার নেতৃত্বে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টিএনটি এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে পুলিশ একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এই সময় অটোরিকশায় থাকা ইমাম হোসেন প্রকাশ মিজানকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media


কক্সবাজারে শাহপুরী হাইওয়ে পুলিশের তল্লাশীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০২:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

এরফান হোছাইন:

কক্সবাজারের উখিয়া উপজেলার টিএনটি এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম ইমাম হোসেন প্রকাশ মিজান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শাহপুরী হাইওয়ে ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তি তার কাছে থাকা ইয়াবাগুলো কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল।
আটককৃত ইমাম হোসেন প্রকাশ মিজান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খাইরুল আলমের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়। পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইনচার্জ, শাহপুরী হাইওয়ে থানার নেতৃত্বে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টিএনটি এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে পুলিশ একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এই সময় অটোরিকশায় থাকা ইমাম হোসেন প্রকাশ মিজানকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।