নওগাঁর রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
- Update Time : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / 32
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় ওয়াকাথন, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর অসহায় দুস্থ ও শীতার্ত ৬৫ জনকে শীতবস্ত্র হিসাবে কম্বল দেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলামসহ অনেকেই।