কুতুবদিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন
- Update Time : ১২:০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / 33
কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার রেজাউল হাসান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ রফিকুল ইসলাম ভূইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনীতিবীদ, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় তারুণ্যের উৎসব-২০২৫ উৎসব মুখর পরিবেশ পালনের লক্ষ্যে উদযাপন কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ পালন করার জন্য সরকারি ভাবে একটা গাইট লাইন দেওয়া হয়েছে, সে অনুযায়ী কুতুবদিয়ায় উৎসবমুখর পরিবেশে উৎযাপন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।