২ ডিসেম্বর পদ্মা সেতু দিয়ে বেনাপোল-ঢাকা ট্রেন চলাচল শুরু 

  • Update Time : ০১:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 21

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-

দীর্ঘ প্রতীক্ষিত বেনাপোল-ঢাকা ট্রেন রুটে পদ্মা সেতু দিয়ে আগামী ২ ডিসেম্বর/২০২৪ যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। অপরদিকে,খুলনা থেকে ঢাকা ট্রেন রুটেও ট্রেন চলাচল চলবে। রেল সূত্রে জানা গেছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ২ ডিসেম্বর সকাল ৬টায় ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন একই দিন বেলা ১১টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বুধবার(২৩ নভেম্বর/২০২৪) বেনাপোল রেলওয়ে সহকারী স্টেশন মাষ্টার-পারভিনা আক্তার এ প্রমঙ্গে বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আমরা আশাবাদী।

এতে করে, ঢাকা থেকে বেনাপোল আসতে মোট যাত্রার সময় লাগবে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা। নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে যশোর রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। ইতোমধ্যেই ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত লাইন পরিদর্শনের কাজ শেষ হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


২ ডিসেম্বর পদ্মা সেতু দিয়ে বেনাপোল-ঢাকা ট্রেন চলাচল শুরু 

Update Time : ০১:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-

দীর্ঘ প্রতীক্ষিত বেনাপোল-ঢাকা ট্রেন রুটে পদ্মা সেতু দিয়ে আগামী ২ ডিসেম্বর/২০২৪ যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। অপরদিকে,খুলনা থেকে ঢাকা ট্রেন রুটেও ট্রেন চলাচল চলবে। রেল সূত্রে জানা গেছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ২ ডিসেম্বর সকাল ৬টায় ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন একই দিন বেলা ১১টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বুধবার(২৩ নভেম্বর/২০২৪) বেনাপোল রেলওয়ে সহকারী স্টেশন মাষ্টার-পারভিনা আক্তার এ প্রমঙ্গে বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আমরা আশাবাদী।

এতে করে, ঢাকা থেকে বেনাপোল আসতে মোট যাত্রার সময় লাগবে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা। নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে যশোর রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। ইতোমধ্যেই ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত লাইন পরিদর্শনের কাজ শেষ হয়েছে।