রাজবাড়ীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

  • Update Time : ১২:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 12

রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে ধরে সম্প্রতি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তানভীর শেখকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডের মুন্নুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদপুর গ্রামের মনার দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ৭/৮ জন দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তানভীরকে গুরতর জখম করে। পরে তাকে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠান চিকিৎসক। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তিনি।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাজবাড়ীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

Update Time : ১২:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে ধরে সম্প্রতি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তানভীর শেখকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডের মুন্নুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদপুর গ্রামের মনার দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ৭/৮ জন দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তানভীরকে গুরতর জখম করে। পরে তাকে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠান চিকিৎসক। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তিনি।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।