চাঁদপুরে আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাই,র মাহফিল
- Update Time : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / 86
এইচ এম ফখরুল ইসলাম,চাঁদপুর :
বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার ব্যবস্থাপনায়, চাঁদপুরে চরমোনাই’র নমুনায় তিন দিনব্যাপী মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ সোমবার(১১ নভেম্বর) ফজরের পর আখারী মোনাজাতের মধ্য দিয়ে আমিন আমিন ধ্বনিতে শেষ হলো ঐতিহাসিক চরমোনাই’র নমুনায় ৩ দিন ব্যাপী এই মাহফিল।
আখেরি মোনাজাতের দোয়া পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে ইজতেমা ময়দানে।
গত শুক্রবার চাঁদপুর পুরান বাজার বালুর মাঠে আয়োজিত এ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৩ দিনের মাহফিল।
এই মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়েকেরাম অংশগ্রহণ করেন।
এবারের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের ঢল নামে চোঁখে পড়ার মতো। মোনাজাতে নিজেদের গুনাহ মাফ এবং সারা বিশ্বের মানবজাতির জন্য শান্তির ও কল্যাণ কামনা করা হয়। এ সময় মুসল্লিদের আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ময়দান। মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।
তিন দিনব্যাপী মাহফিলে দূরবর্তী মুসল্লিদের ময়দানে থাকার ব্যবস্থার পাশাপাশি অজুখানা, গোসলখানা ও টয়লেট এর উন্নত মানের ব্যবস্থা করা হয়েছিল।দেশ-বিদেশ থেকে আগত আলেম-ওলামা ও মেহমানদের জন্য মাঠের উত্তর-পশ্চিম কোণে রাত্রি যাপন ও খাওয়ার ব্যবস্থা করা হয়। প্রায় ৫ একর বিশাল ময়দানে আগত মুসল্লিদের জিকিরের ধ্বনিতে প্রকম্পিত হয় আকাশ বাতাস।এবারের মাহফিলে চরমোনাই পীরের চারটি বয়ানে অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মুসল্লিদের সাথে সাক্ষাৎ প্রদান ও ময়দানে দুই রাত অবস্থান করেন।
মাহফিল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সকল দায়িত্বশীল ও চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।