ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে ৭ জন ভিক্ষুককে পুনর্বাসন 

  • Update Time : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / 24

হুমায়ুন কবির,
রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 

প্রাচীনকাল থেকেই মানব সমাজে ভিক্ষাবৃত্তি চলে আসছে। উপমহাদেশেও এর ইতিহাস দীর্ঘ দিনের। বৃটিশ ও পাকিস্তান আমলের শোষন, বঞ্চনা এবং নদী ভাঙ্গন, দারিদ্র্য, রোগ-ব্যাধি, অশিক্ষা ইত্যাদি কারণে ভিক্ষাবৃত্তির ব্যাপক বিস্তৃতি ঘটে। বর্তমান সময়ে কিছু মানুষের কর্ম বিমুখতা এবং একদল স্বার্থান্বেষী মহলের অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে। ভিক্ষাবৃত্তি  একটি সামাজিক ব্যাধি। এটি স্বীকৃত কোন পেশা নয়। বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ ঘটেছে। ভিক্ষাবৃত্তির লজ্জা থেকে দেশকে মুক্ত করতে এবং দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় “আর নয় ভিক্ষা,কর্মই হোক দীক্ষা”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গত সোমবার
(১১নভেম্বর) উপজেলা চত্বরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় কর্মহীন অসহায় ৭টি পরিবাররের মধ্যে ৪ টিকে একটি করে ব্যাটারীচালিত চার্জারভ্যান ও ৩ টি পরিবারকে মনিহারি দোকান করার জন্য ৬০ হাজার টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন মনিহার পণ্য সামগ্রী কিনে দোকান করে দেওয়া হয়েছে। সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা রজব আলী,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো.বিপ্লবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আপনারা আর ভিক্ষাবৃত্তি করবেন না। আপনাদের নতুন পেশায় নিয়োজিত করা হলো। তাই তারা সবাইকে ভিক্ষাবৃত্তি ছেড়ে সততার সাথে স্ব-স্ব কর্মের মধ্যদিয়ে নতুনভাবে জীবন যাপন করার আহবান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media


ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে ৭ জন ভিক্ষুককে পুনর্বাসন 

Update Time : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

হুমায়ুন কবির,
রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 

প্রাচীনকাল থেকেই মানব সমাজে ভিক্ষাবৃত্তি চলে আসছে। উপমহাদেশেও এর ইতিহাস দীর্ঘ দিনের। বৃটিশ ও পাকিস্তান আমলের শোষন, বঞ্চনা এবং নদী ভাঙ্গন, দারিদ্র্য, রোগ-ব্যাধি, অশিক্ষা ইত্যাদি কারণে ভিক্ষাবৃত্তির ব্যাপক বিস্তৃতি ঘটে। বর্তমান সময়ে কিছু মানুষের কর্ম বিমুখতা এবং একদল স্বার্থান্বেষী মহলের অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে। ভিক্ষাবৃত্তি  একটি সামাজিক ব্যাধি। এটি স্বীকৃত কোন পেশা নয়। বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ ঘটেছে। ভিক্ষাবৃত্তির লজ্জা থেকে দেশকে মুক্ত করতে এবং দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় “আর নয় ভিক্ষা,কর্মই হোক দীক্ষা”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গত সোমবার
(১১নভেম্বর) উপজেলা চত্বরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় কর্মহীন অসহায় ৭টি পরিবাররের মধ্যে ৪ টিকে একটি করে ব্যাটারীচালিত চার্জারভ্যান ও ৩ টি পরিবারকে মনিহারি দোকান করার জন্য ৬০ হাজার টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন মনিহার পণ্য সামগ্রী কিনে দোকান করে দেওয়া হয়েছে। সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা রজব আলী,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো.বিপ্লবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আপনারা আর ভিক্ষাবৃত্তি করবেন না। আপনাদের নতুন পেশায় নিয়োজিত করা হলো। তাই তারা সবাইকে ভিক্ষাবৃত্তি ছেড়ে সততার সাথে স্ব-স্ব কর্মের মধ্যদিয়ে নতুনভাবে জীবন যাপন করার আহবান জানান।