কক্সবাজারে হার পাওয়ার প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

  • Update Time : ১০:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / 54

এরফান হোছাইন, চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারে নারীদের আর্থিক স্বাবলম্বী হতে সহায়তা করার লক্ষ্যে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় নারীদের ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উইমেন ই-কর্মাস প্রফেশনাল ব্যাচের ২৫ জন নারী শিক্ষার্থীদের মাঝে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান জেভি অফ টিকন সিস্টেম লিমিটেড এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে নারীদের ফ্রিল্যান্সিংয়ের দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য রাখা হয়েছে। এই প্রকল্পের আওতায় নারীদেরকে উইমেন ফ্রিল্যান্সার, উইমেন কল সেন্টার, উইমেন আইটি সার্ভিস প্রোভাইডারসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর উপজেলার ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, “ফ্রিল্যান্সিং হলো নারীদের জন্য একটি দারুণ সুযোগ। এটি তাদেরকে ঘরে বসেই কাজ করে আয় করার সুযোগ করে দেয়।” তিনি নারীদের উৎসাহিত করে বলেন, “ইংরেজি ভাষা শিখুন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করুন। তাহলে আপনারা সারা বিশ্বের ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারবেন।”

উপজেলা আইসিটি অফিসার সৌরভ চক্রবর্তী বলেন, “ল্যাপটপ হলো ফ্রিল্যান্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই ল্যাপটপগুলো নারীদেরকে তাদের কাজ আরও সহজে করতে সাহায্য করবে।”

এই প্রকল্পের মাধ্যমে সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য একটি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করা যায়, এই প্রকল্পের মাধ্যমে কক্সবাজারের নারীরা ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন এবং তাদের পরিবারের আর্থিক অবস্থা উন্নত করতে সক্ষম হবে বলে জানান হার পাওয়ার প্রকল্প এর প্রোগ্রামার ইমরান হাসান।

Tag :

Please Share This Post in Your Social Media


কক্সবাজারে হার পাওয়ার প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

Update Time : ১০:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

এরফান হোছাইন, চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারে নারীদের আর্থিক স্বাবলম্বী হতে সহায়তা করার লক্ষ্যে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় নারীদের ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উইমেন ই-কর্মাস প্রফেশনাল ব্যাচের ২৫ জন নারী শিক্ষার্থীদের মাঝে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান জেভি অফ টিকন সিস্টেম লিমিটেড এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে নারীদের ফ্রিল্যান্সিংয়ের দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য রাখা হয়েছে। এই প্রকল্পের আওতায় নারীদেরকে উইমেন ফ্রিল্যান্সার, উইমেন কল সেন্টার, উইমেন আইটি সার্ভিস প্রোভাইডারসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর উপজেলার ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, “ফ্রিল্যান্সিং হলো নারীদের জন্য একটি দারুণ সুযোগ। এটি তাদেরকে ঘরে বসেই কাজ করে আয় করার সুযোগ করে দেয়।” তিনি নারীদের উৎসাহিত করে বলেন, “ইংরেজি ভাষা শিখুন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করুন। তাহলে আপনারা সারা বিশ্বের ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারবেন।”

উপজেলা আইসিটি অফিসার সৌরভ চক্রবর্তী বলেন, “ল্যাপটপ হলো ফ্রিল্যান্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই ল্যাপটপগুলো নারীদেরকে তাদের কাজ আরও সহজে করতে সাহায্য করবে।”

এই প্রকল্পের মাধ্যমে সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য একটি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করা যায়, এই প্রকল্পের মাধ্যমে কক্সবাজারের নারীরা ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন এবং তাদের পরিবারের আর্থিক অবস্থা উন্নত করতে সক্ষম হবে বলে জানান হার পাওয়ার প্রকল্প এর প্রোগ্রামার ইমরান হাসান।