কুমিল্লা জেলা ৯২ ক্রিয়েটরদের মিলনমেলা 

  • Update Time : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / 33

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মাধ্যমিক ব্যাচ ১৯৯২ সালের বন্ধুূদের নিয়ে কুমিলা জেলা ৯২ ব্যাচ গঠনে জেলার ১৭ টি উপজেলার ৯২ ক্রিয়েটরদের মিলনমেলা ১ নভেম্বর কুমিল্লার স্হানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এতে এডমিন নাসির উদ্দিন উক্ত ব্যাচ গঠনে পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি এবং কৌশল বন্ধুদের মাঝে তুলে ধরেন। দিনব্যাপী এ মিলনমেলা সকাল ৯ টায় কুমিল্লার নজরুল ইনস্টিটিউটে সকালের নাস্তার মাধ্যমে দিনের সুচনা করা হয়।সকাল ১০ টায় কুমিল্লা জেলার বিভিন্ন থানা থেকে আগত বন্ধুদের নিয়ে কুমিলার দর্শনীয় স্হানগুলো দেখা হয় এবং বেলা ১২ টা হতে একটি স্হানীয় রেস্টুরেন্টে আলোচনা ও পরিচিতি পর্ব সহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্রিয়েটরদের মিলনমেলা সমাপ্তি হয়। 

মিলনমেলায় মৃত ৯২ বন্ধুদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুরাদনগরের বন্ধু ড. মনিরুজ্জামান।তাছাড়া মিলন মেলায় বক্তব্য রাখেন বিভিন্ন থানার এডমিন যথাক্রমে বরুড়ার মাসুদ মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজমল হোসেন ভূইয়া, লাকসামের অধ্যাপক মোজাহেদুল আমিন সোহেল,বুড়িচং এর এমদাদুল হক পলাশ ও শওকত জাহান পলি ,চান্দিনার ছলিম উল্লাহ, মুরাদনগরের মোজাম্মেল হোসেন,সদর দক্ষিণের মহিউদ্দিন খোকা,মনোহরগন্জের সুলতান মাহমুদ, দেবিদ্বারের রাহান উদ্দিন সহ প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লা জেলা ৯২ ক্রিয়েটরদের মিলনমেলা 

Update Time : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মাধ্যমিক ব্যাচ ১৯৯২ সালের বন্ধুূদের নিয়ে কুমিলা জেলা ৯২ ব্যাচ গঠনে জেলার ১৭ টি উপজেলার ৯২ ক্রিয়েটরদের মিলনমেলা ১ নভেম্বর কুমিল্লার স্হানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এতে এডমিন নাসির উদ্দিন উক্ত ব্যাচ গঠনে পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি এবং কৌশল বন্ধুদের মাঝে তুলে ধরেন। দিনব্যাপী এ মিলনমেলা সকাল ৯ টায় কুমিল্লার নজরুল ইনস্টিটিউটে সকালের নাস্তার মাধ্যমে দিনের সুচনা করা হয়।সকাল ১০ টায় কুমিল্লা জেলার বিভিন্ন থানা থেকে আগত বন্ধুদের নিয়ে কুমিলার দর্শনীয় স্হানগুলো দেখা হয় এবং বেলা ১২ টা হতে একটি স্হানীয় রেস্টুরেন্টে আলোচনা ও পরিচিতি পর্ব সহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্রিয়েটরদের মিলনমেলা সমাপ্তি হয়। 

মিলনমেলায় মৃত ৯২ বন্ধুদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুরাদনগরের বন্ধু ড. মনিরুজ্জামান।তাছাড়া মিলন মেলায় বক্তব্য রাখেন বিভিন্ন থানার এডমিন যথাক্রমে বরুড়ার মাসুদ মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজমল হোসেন ভূইয়া, লাকসামের অধ্যাপক মোজাহেদুল আমিন সোহেল,বুড়িচং এর এমদাদুল হক পলাশ ও শওকত জাহান পলি ,চান্দিনার ছলিম উল্লাহ, মুরাদনগরের মোজাম্মেল হোসেন,সদর দক্ষিণের মহিউদ্দিন খোকা,মনোহরগন্জের সুলতান মাহমুদ, দেবিদ্বারের রাহান উদ্দিন সহ প্রমুখ।