নবীনগরে জিপিএস পাঠাগার ও বিদ্যা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

  • Update Time : ০৯:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / 56

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্রাম-পাঠ সংঘ (জিপিএস) পাঠাগার ও বিদ্যা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে প্রথমবারের মতো বিএসটিএন বৃত্তি-২০২৪ প্রদান করা হয়েছে।

উপজেলার ১৮ জন বিশ্ববিদ্যালয় পর্যায় ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীর প্রত্যেককে একটি সম্মাননা স্মারক ও সাত হাজার (৭,০০০) টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

গত রবিবার (১৩ অক্টোবর) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন মুজিবুর রহমান মিলনায়তনে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা। এতে স্বাগত বক্তব্য রাখেন জিপিএস পাঠাগার ও বিদ্যা শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা মেট্রোরেল প্রকল্পের যুগ্ম সচিব প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান।

শিক্ষক স্বরূপ সাহার সঞ্চালনায় ও নওসিন আনজুম রামিছার কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সহকারী অধ্যাপক মর্জিনা বেগম, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, মাজহারুল ইসলাম, শিক্ষক শহীদুল্লাহ সরকার, সাংবাদিক মিঠু ধর চৌধুরী, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া প্রমুখ।

বক্তব্য শেষে ১৮ কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় সংবাদকর্মী, শিক্ষানুরাগী, শিক্ষক, জিপিএস পাঠাগার ও বিদ্যা শিক্ষা ট্রাস্টের সদস্যবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


নবীনগরে জিপিএস পাঠাগার ও বিদ্যা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

Update Time : ০৯:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্রাম-পাঠ সংঘ (জিপিএস) পাঠাগার ও বিদ্যা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে প্রথমবারের মতো বিএসটিএন বৃত্তি-২০২৪ প্রদান করা হয়েছে।

উপজেলার ১৮ জন বিশ্ববিদ্যালয় পর্যায় ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের কৃতী শিক্ষার্থীর প্রত্যেককে একটি সম্মাননা স্মারক ও সাত হাজার (৭,০০০) টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

গত রবিবার (১৩ অক্টোবর) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন মুজিবুর রহমান মিলনায়তনে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা। এতে স্বাগত বক্তব্য রাখেন জিপিএস পাঠাগার ও বিদ্যা শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা মেট্রোরেল প্রকল্পের যুগ্ম সচিব প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান।

শিক্ষক স্বরূপ সাহার সঞ্চালনায় ও নওসিন আনজুম রামিছার কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সহকারী অধ্যাপক মর্জিনা বেগম, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, মাজহারুল ইসলাম, শিক্ষক শহীদুল্লাহ সরকার, সাংবাদিক মিঠু ধর চৌধুরী, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া প্রমুখ।

বক্তব্য শেষে ১৮ কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় সংবাদকর্মী, শিক্ষানুরাগী, শিক্ষক, জিপিএস পাঠাগার ও বিদ্যা শিক্ষা ট্রাস্টের সদস্যবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।