চলছে শায়খ আহমাদুল্লাহর ত্রাণ কার্যক্রম
- Update Time : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / 55
বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর পর এবার নতুন প্লাবিত জেলায় চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই কার্যক্রম। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি স্টাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘উত্তরবঙ্গের পর নতুন করে প্লাবিত হয়েছে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা। নতুন প্লাবিত জেলাগুলোতে আমাদের ত্রাণ কার্যক্রম পুরোদমে চলমান আছে।’
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘উত্তরবঙ্গ, শেরপুর এবং নেত্রকোণায় প্রথমিক পর্যায়ে ৯০ টন চাল, ১৫ টন খেজুর, ১৫ টন ডাল, ১৫ টন তেল এবং ৭.৫ টন লবণ বিতরণ হচ্ছে।’
পরবর্তী পদক্ষেপের আশ্বাস দিয়ে তিনি আরও লিখেছেন, ‘বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।’
চলতি বছরের আগস্ট মাসেই বন্যাকবলিতদের চরম দুঃসময়ে উদ্ধার ও সহায়তায় পাশে থাকার ঘোষণা দেন এই ইসলামি স্কলার ও জনপ্রিয় বক্তা।