পদ্মা নদীতে গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
- আপডেটের সময়: ০৩:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / 130
রাজশাহীর পোবা উপজেলার পদ্মায় গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসলে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারে নামে। পরে ডুবরি দলের সদস্যরা তিন কিশোরের মরদেহ উদ্ধার করেন।
এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেন নিখোঁজ কিশোরদের স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা।
ট্যাগ :





























