ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজ স্টুডেন্ট ফোরামের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন

  • Update Time : ০৭:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / 205

কুমিল্লা প্রতিনিধি

ভ্রাতৃত্বের বন্ধনে কুমিল্লায় সিটিজি সমাজ স্টুডেন্ট ফোরামের প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুমিল্লার গোমতী বিলাসের এ ইফতারে অংশগ্রহণ করেন সিটিজি সমাজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সবাই নিজেদের পরিচয়কেই তুলে ধরেন এই দিনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিটিজি সমাজের সহ-সভাপতি মনির চৌধুরী মহাসচিব সালাম ফারুক, যুগ্ম মহাসচিব জহিরুল আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল চৌধুরী।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, “সবদিনই তো পরিবার বা বন্ধুদের সঙ্গে ইফতার করি। আজকের দিনে সিটিজি সমাজ স্টুডেন্ট ফোরামের সবাই মিলে ইফতার করে নিজেদের আত্মীয়তার বন্ধনের কথাগুলো তুলে ধরায় সবার মধ্যে ভালো লেগেছে। সবাই একসঙ্গে ইফতার করায় সকলে খুবই খুশি।

বেলা শেষে আজান হয়। ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সবাই ইফতার গ্রহণ করেন। তারপর নামাজের জন্যে ছুটে যাওয়া। নামাজ শেষে সকলে একসাথে সেল্ফি তুলে নিজেদের সম্পর্কটুকু আরও গভীরভাবে গড়ে তুলে।

স্টুডেন্টস ফোরামের সমন্বয়ক ও সিটিজি সমাজের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সজীবের সভাপতিত্বে ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু আনাসের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সোহাইবুল ইসলাম সোহাগ, ডেন্টিস্ট মামুন হোসাইন, ভ্লগার কাউছার আলম শুভ, সিটিজি সমাজের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাঈন, আরিফুর রহমান, মেহেদী হাসান মৈশানসহ আরও অনেকে।

Tag :

Please Share This Post in Your Social Media


ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজ স্টুডেন্ট ফোরামের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন

Update Time : ০৭:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

কুমিল্লা প্রতিনিধি

ভ্রাতৃত্বের বন্ধনে কুমিল্লায় সিটিজি সমাজ স্টুডেন্ট ফোরামের প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুমিল্লার গোমতী বিলাসের এ ইফতারে অংশগ্রহণ করেন সিটিজি সমাজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সবাই নিজেদের পরিচয়কেই তুলে ধরেন এই দিনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিটিজি সমাজের সহ-সভাপতি মনির চৌধুরী মহাসচিব সালাম ফারুক, যুগ্ম মহাসচিব জহিরুল আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল চৌধুরী।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, “সবদিনই তো পরিবার বা বন্ধুদের সঙ্গে ইফতার করি। আজকের দিনে সিটিজি সমাজ স্টুডেন্ট ফোরামের সবাই মিলে ইফতার করে নিজেদের আত্মীয়তার বন্ধনের কথাগুলো তুলে ধরায় সবার মধ্যে ভালো লেগেছে। সবাই একসঙ্গে ইফতার করায় সকলে খুবই খুশি।

বেলা শেষে আজান হয়। ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সবাই ইফতার গ্রহণ করেন। তারপর নামাজের জন্যে ছুটে যাওয়া। নামাজ শেষে সকলে একসাথে সেল্ফি তুলে নিজেদের সম্পর্কটুকু আরও গভীরভাবে গড়ে তুলে।

স্টুডেন্টস ফোরামের সমন্বয়ক ও সিটিজি সমাজের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সজীবের সভাপতিত্বে ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু আনাসের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সোহাইবুল ইসলাম সোহাগ, ডেন্টিস্ট মামুন হোসাইন, ভ্লগার কাউছার আলম শুভ, সিটিজি সমাজের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাঈন, আরিফুর রহমান, মেহেদী হাসান মৈশানসহ আরও অনেকে।