কুমিল্লায় ভাইয়ের হাতে ভাই খুন

  • Update Time : ০৮:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / 63

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা চান্দিনা উপজেলার অন্তর্গত পৌর এলাকার ৬নং ওয়ার্ডের রারিরচর গ্রামের আনিছা বাড়িতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই হানিফের (৩৬) খুন হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আনিছুর রহমান বড় ভাই হানিফকে খুন করার পর পরই বাড়ি থেকে পালিয়ে যায়।

নিহত বড় ভাই আবু হানিফ এবং অভিযুক্ত আসামী ছোট ভাই আনিছুর রহমান রারিরচর গ্রামের আনোয়ার হোসেন আনু মিয়ার ছেলে।

থানা পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, তারা দুই ভাইয়ের পৃথক পৃথক গরুর খামার আছে। তাদের বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন যাবৎ গরুর গোবর ফেলে আসছে।

বুধবার (২৭ মার্চ ২০২৪ইং) সকাল সাড়ে ১১টার সময় ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। চরম উত্তেজনার মধ্যে ছোট ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে।

এক পর্যায়ে তাকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করায় ওই বাঁশের চোখা অংশ হানিফ মিয়ার বাম চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচন্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে তার মৃত্যু ঘটে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর ফোন পেয়ে সঙ্গীয় ফোর্সসহ আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই। ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় ভাইয়ের হাতে ভাই খুন

Update Time : ০৮:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা চান্দিনা উপজেলার অন্তর্গত পৌর এলাকার ৬নং ওয়ার্ডের রারিরচর গ্রামের আনিছা বাড়িতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই হানিফের (৩৬) খুন হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আনিছুর রহমান বড় ভাই হানিফকে খুন করার পর পরই বাড়ি থেকে পালিয়ে যায়।

নিহত বড় ভাই আবু হানিফ এবং অভিযুক্ত আসামী ছোট ভাই আনিছুর রহমান রারিরচর গ্রামের আনোয়ার হোসেন আনু মিয়ার ছেলে।

থানা পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, তারা দুই ভাইয়ের পৃথক পৃথক গরুর খামার আছে। তাদের বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন যাবৎ গরুর গোবর ফেলে আসছে।

বুধবার (২৭ মার্চ ২০২৪ইং) সকাল সাড়ে ১১টার সময় ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। চরম উত্তেজনার মধ্যে ছোট ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে।

এক পর্যায়ে তাকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করায় ওই বাঁশের চোখা অংশ হানিফ মিয়ার বাম চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচন্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে তার মৃত্যু ঘটে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর ফোন পেয়ে সঙ্গীয় ফোর্সসহ আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই। ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে