কক্সবাজার এক্সপ্রেসের সাথে গাছ বোঝায় নসিমনের ধা*ক্কা
- আপডেটের সময়: ০৬:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / 160
কক্সবাজার প্রতিনিধি :-
কক্সবাজার এক্সপ্রেসের সাথে আটকে পড়া গাছ বোঝায় নসিমনের ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ইঞ্জিনে সামান্য আঘাত লাগে তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (২৪ মার্চ) বেলা ১টার দিকে কক্সবাজারের ডুলাহাজারা- চকরিয়া সেকশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কক্সবাজার এক্সপ্রেস যাওয়ার সময় ১:১০ মিনিটে চকরিয়ার ডুুলাহাজারায় আসলে কাঠ বোঝায় একটি নসিমন রেলের রাস্তা দিয়ে পার হয়। ওসময় নসিমনটির সাথে ধাক্কা লেগে ইঞ্জিনে আঘাত হয়। সংঘর্ষের আধা ঘন্টা পর ট্রেনটি ছেড়ে গেছে।
এনিয়ে, কক্সবাজার এক্সপ্রেসের লোকোমাস্টার (চালক) আব্দুল আউয়াল রানা বলেন, ডুলাহাজারা-চকরিয়া সেকশনে ৮১৩ নং “কক্সবাজার এক্সপ্রেস” ট্রেনের সাথে রেললাইনে আটকা পড়া গাছ-বোঝাই নসিমনের সংঘর্ষ হয়। এতে ধাক্কা লেগে ইঞ্জিনে আঘাত হয়।
ট্রেনের স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় নসিমনকে রেললাইনের পাশে ফেলে দিয়ে সেকশন ক্লিয়ার করা হয়। তবে বড় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।





























