খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‌’আনসার আল ইসলাম’র ৩ সদস্য আটক

  • Update Time : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / 65

খুলনা প্রতিনিধি:: খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‌‘আনসার আল ইসলাম’ এর ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানাধীন সাচিবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ‍উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ঠাকুরগাও জেলার উওর ঠাকুরগাও এলাকার জিতেন দাসের ছেলে ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭), পাবনা জেলার খয়েরসুতি গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ সাব্বিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি (২০) এবং গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কুলপাড়া গ্রামের ইলিয়াস লস্করের ছেলে শামিম লস্কর (১৯)। এ সময় অজ্ঞাত আরও ৩/৪ জন সদস্য পালিয়ে যায়।

র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সাচিবুনিয়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায় জঙ্গি সংগঠনের সদস্য একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে। এরই প্রেক্ষিতে সাচিবুনিয়া রেল ক্রসিং সংলগ্ন একটি টিনসেড ঘরে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ওই ৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং অজ্ঞাত আরও ৩/৪ জন সদস্য পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ‍উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় আটককৃত সকলের নামেই পূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এ কারনে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media


খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‌’আনসার আল ইসলাম’র ৩ সদস্য আটক

Update Time : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

খুলনা প্রতিনিধি:: খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‌‘আনসার আল ইসলাম’ এর ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানাধীন সাচিবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ‍উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ঠাকুরগাও জেলার উওর ঠাকুরগাও এলাকার জিতেন দাসের ছেলে ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭), পাবনা জেলার খয়েরসুতি গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ সাব্বিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি (২০) এবং গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কুলপাড়া গ্রামের ইলিয়াস লস্করের ছেলে শামিম লস্কর (১৯)। এ সময় অজ্ঞাত আরও ৩/৪ জন সদস্য পালিয়ে যায়।

র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সাচিবুনিয়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায় জঙ্গি সংগঠনের সদস্য একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে। এরই প্রেক্ষিতে সাচিবুনিয়া রেল ক্রসিং সংলগ্ন একটি টিনসেড ঘরে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ওই ৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং অজ্ঞাত আরও ৩/৪ জন সদস্য পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ‍উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় আটককৃত সকলের নামেই পূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এ কারনে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।