কুমিল্লায় গরু চোর চক্রের ১ সদস্য আটক
- Update Time : ০৭:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / 188
সোহাইবুল ইসলাম সোহাগ
কুমিল্লা আদর্শ সদর এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের ১ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।
জান যায়, রবিবর (৩১ নভেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর রেলগেইট এলাকার বাসিন্দা রেহান খানের গেয়ালঘর থেকে ১টি ফ্রিজিয়ান জাতের গরু চুরি হয়। যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। পরে গরুর মালিক চুরির ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে সকালে কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় ফাঁড়ির এসআই মফিজুল খানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দৌলতপুর রেইলগেইট এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে সোহাগ প্রকাশ ওরফে চোরা সোহাগ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে ডাকাতি প্রস্তুতি, মারামারি ও মাদক মামলাসহ ৪ টি মামলা আছে। তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার সাথে আরও যারা সম্পৃক্ত আছে তাদেরও আটকের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের পাড়ার প্রান্তিক কৃষকের গোয়াল ঘর থেকে প্রায়ই গরু চুরির ঘটনায় নির্ঘুম রাত কাটাচ্ছে কৃষকরা।