কুমিল্লা ৬ আসনের বাহারের কাছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল
- Update Time : ০৮:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / 83
সোহাইবুল ইসলাম সোহাগ।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আকম বাহাউদ্দীন বাহারের কাছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৬ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল।
জানা যায়, গত সোমবার কুমিল্লা নগরীর ০৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি পি.টি.আই স্কুল মাঠে উঠান বৈঠক করেন কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আকম বাহাউদ্দীন বাহার। ওই বৈঠকে বাহার বক্তব্যে বলেন, “যদি কোন বি.এন.পি এবং জামায়াতের কোন কর্মীকে কোন প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত ঠ্যাং ভেঙ্গে দেয়া হবে। এমন উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে এবং এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা যা ২০০৮ এর পরিপন্থি। আচরণ বিধিমালার বর্ণিত বিধান লঙ্ঘনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ঙ অনুযায়ী প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। এমন পরিস্থিতিতে তার কাছে আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়েছেন কুমিল্লা-৬ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।
মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) কুমিল্লা-৬ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এতে আরও বলা হয়, বাহারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎ মর্মে আগামী ২৪ শে ডিসেম্বর বেলা ১১ টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর সিদ্ধান্ত প্রদান করেছে।