রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- Update Time : ০১:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / 151
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা ইএসডিও’র সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে ওই মাঠে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, জেলা স্কাউটস যুগ্ম সম্পাদক ফইজুল ইসলাম, ইএসডিওর জেলা মনিটরিং অফিসার মোস্তাকুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাছিম ইকবাল। আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি কুশমত আলী, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল আলম,উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক দিলারা বেগম বিপিএড শিক্ষক, মো. মনতাজ আলী প্রমুখ।
শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলা বিষয়ক বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করা হয়৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।