বঙ্গবন্ধু বলেছেন তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ারঃ সুজিত রায় নন্দী

  • Update Time : ০৩:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / 487

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘তোমাদের কলম হোক শোষণমুক্তির হাতিয়ার।’ বঙ্গবন্ধুর করা এই উক্তিটি তিনি শিক্ষার্থীদের প্রেরণার জন্য সবাইকে স্মরণ করিয়ে দেন।

সোমবারে ( ০৯ অক্টোবর) চাঁদপুর শহরের সিটি কলেজেরে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, শিক্ষা হলো একটি জাতির চিন্তা-চেতনা, বিবেক ও আত্মমর্যাদাবোধ সৃষ্টির অন্যতম পাথেয়। শিক্ষা মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

তিনি বলেন, শুধু নাম মাত্র শিক্ষিত হলে হবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে, মানুষ হিসেবে তার অধিকার ও কর্তব্য নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ।

সিটি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আতাউর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল।

এসময় বিভিন্ন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বঙ্গবন্ধু বলেছেন তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ারঃ সুজিত রায় নন্দী

Update Time : ০৩:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘তোমাদের কলম হোক শোষণমুক্তির হাতিয়ার।’ বঙ্গবন্ধুর করা এই উক্তিটি তিনি শিক্ষার্থীদের প্রেরণার জন্য সবাইকে স্মরণ করিয়ে দেন।

সোমবারে ( ০৯ অক্টোবর) চাঁদপুর শহরের সিটি কলেজেরে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, শিক্ষা হলো একটি জাতির চিন্তা-চেতনা, বিবেক ও আত্মমর্যাদাবোধ সৃষ্টির অন্যতম পাথেয়। শিক্ষা মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

তিনি বলেন, শুধু নাম মাত্র শিক্ষিত হলে হবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে, মানুষ হিসেবে তার অধিকার ও কর্তব্য নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ।

সিটি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আতাউর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল।

এসময় বিভিন্ন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।