পারিবারিক কলহে পুত্রের হাতে পিতা খুন

  • Update Time : ১০:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / 136

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে পুত্রের কোদালের আঘাত খুন হয়েছেন এক পিতা। রোববার রাতে বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী (৫০) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ঘাতক ছেলে মুছাকে (৩৫) হত্যায় ব্যবহৃত কোদালসহ আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।

নিহতের পারিবার ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই মুছা ও তার মায়ের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। এর ধারাবাহিকতায় রোববার রাতে মুছা ও তার মায়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে তার বাবা আশরাফ আলী এগিয়ে আসলে পাশে থাকা কোদাল দিয়ে ছেলে মুছা তার বাবার মাথায় আঘাত করেন।
এতে আশরাফ আলী গুরুতর আহত হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ছেলেকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


পারিবারিক কলহে পুত্রের হাতে পিতা খুন

Update Time : ১০:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে পুত্রের কোদালের আঘাত খুন হয়েছেন এক পিতা। রোববার রাতে বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী (৫০) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ঘাতক ছেলে মুছাকে (৩৫) হত্যায় ব্যবহৃত কোদালসহ আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।

নিহতের পারিবার ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই মুছা ও তার মায়ের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। এর ধারাবাহিকতায় রোববার রাতে মুছা ও তার মায়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে তার বাবা আশরাফ আলী এগিয়ে আসলে পাশে থাকা কোদাল দিয়ে ছেলে মুছা তার বাবার মাথায় আঘাত করেন।
এতে আশরাফ আলী গুরুতর আহত হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ছেলেকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।