সাগরে তিন দিন ভেসে থাকা ১৩ জেলে উদ্ধার

  • Update Time : ১১:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / 136

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে তিন দিন ভেসে থাকার পর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

ওই ১৩ জেলেকে উদ্ধারের পর সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

সমুদ্রে মাছ ধরতে গত শুক্রবার এফবি রাজু নামের একটি ফিশিং বোট নিয়ে চট্টগ্রামের আকমল আলী ঘাঁট থেকে রওনা হন ১৩ জেলে। কিন্তু ওই দিনই বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এরপর উত্তাল সমুদ্রে ১৩ জেলেকে নিয়ে নিয়ন্ত্রনহীনভাবে ভাসতে থাকে ফিশিং বোট। এদিকে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় কারো সঙ্গে যোগাযোগও করতে পারছিলেন না তারা। উত্তাল সমুদ্রে নৌকায় বেঁচে থাকার জীবনযুদ্ধ চলে তাদের।

সোমবার ফিশিং বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসে। জেলেরা কোস্ট গার্ডের সহায়তা চায়।

নিয়মিত টহল জাহাজ ‘অপূর্ব বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে জেলেদের উদ্ধারে শুরু হয় অভিযান।

কিন্তু সমস্যা বাধে অন্যত্র। ফোন করলেও জেলেরা সাগরে তাদের সঠিক অবস্থান জানাতে পারেননি। এদিকে সাগরও ছিল প্রচণ্ড উত্তাল। টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ফিশিং বোটটির খোঁজ পায় কোস্ট গার্ড। বিপজ্জনকভাবে ভাসতে থাকা বোটটি থেকে ১৩ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার জেলেদের সবার বাড়ি নোয়াখালী জেলায়। উদ্ধার করে আনার পর তাদের প্রাথমিক প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


সাগরে তিন দিন ভেসে থাকা ১৩ জেলে উদ্ধার

Update Time : ১১:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে তিন দিন ভেসে থাকার পর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

ওই ১৩ জেলেকে উদ্ধারের পর সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

সমুদ্রে মাছ ধরতে গত শুক্রবার এফবি রাজু নামের একটি ফিশিং বোট নিয়ে চট্টগ্রামের আকমল আলী ঘাঁট থেকে রওনা হন ১৩ জেলে। কিন্তু ওই দিনই বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এরপর উত্তাল সমুদ্রে ১৩ জেলেকে নিয়ে নিয়ন্ত্রনহীনভাবে ভাসতে থাকে ফিশিং বোট। এদিকে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় কারো সঙ্গে যোগাযোগও করতে পারছিলেন না তারা। উত্তাল সমুদ্রে নৌকায় বেঁচে থাকার জীবনযুদ্ধ চলে তাদের।

সোমবার ফিশিং বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসে। জেলেরা কোস্ট গার্ডের সহায়তা চায়।

নিয়মিত টহল জাহাজ ‘অপূর্ব বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে জেলেদের উদ্ধারে শুরু হয় অভিযান।

কিন্তু সমস্যা বাধে অন্যত্র। ফোন করলেও জেলেরা সাগরে তাদের সঠিক অবস্থান জানাতে পারেননি। এদিকে সাগরও ছিল প্রচণ্ড উত্তাল। টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ফিশিং বোটটির খোঁজ পায় কোস্ট গার্ড। বিপজ্জনকভাবে ভাসতে থাকা বোটটি থেকে ১৩ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার জেলেদের সবার বাড়ি নোয়াখালী জেলায়। উদ্ধার করে আনার পর তাদের প্রাথমিক প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়।