শেখ হাসিনাকে কেউ দাবায়ে রাখতে পারবে না : মমতাজ

  • Update Time : ০৮:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 163

জেলা প্রতিনিধি

জননেত্রী শেখ হাসিনাকে কেউ দাবায়ে রাখতে পারবে না। এদেশের উন্নয়নের ধারাকে কেউ নষ্ট করতে পারবে না। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার সময়ে এই হরিরামপুরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা সারাদিন বলেও শেষ করতে পারব না। কী কী উন্নয়ন হয়েছে,সেটি আপনারা সবাই জানেন।

তিনি আরও বলেন,আমাদের দেশীয় সংস্কৃতিকে যে আরও শক্তিশালী করা যায় এবং এই দেশীয় ঐতিহ্যবাহী কালচারকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সে জন্য আমাদের আমার দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় তাগিদ দিচ্ছেন।

এ সময় তিনি ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সূর্য তরুণ ক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুস সালাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক এড. প্রবীর কর্মকার।

Tag :

Please Share This Post in Your Social Media


শেখ হাসিনাকে কেউ দাবায়ে রাখতে পারবে না : মমতাজ

Update Time : ০৮:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

জননেত্রী শেখ হাসিনাকে কেউ দাবায়ে রাখতে পারবে না। এদেশের উন্নয়নের ধারাকে কেউ নষ্ট করতে পারবে না। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার সময়ে এই হরিরামপুরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা সারাদিন বলেও শেষ করতে পারব না। কী কী উন্নয়ন হয়েছে,সেটি আপনারা সবাই জানেন।

তিনি আরও বলেন,আমাদের দেশীয় সংস্কৃতিকে যে আরও শক্তিশালী করা যায় এবং এই দেশীয় ঐতিহ্যবাহী কালচারকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সে জন্য আমাদের আমার দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় তাগিদ দিচ্ছেন।

এ সময় তিনি ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সূর্য তরুণ ক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুস সালাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক এড. প্রবীর কর্মকার।