ডামুড্যা নদীতে ভেসে এলো নবজাতকের মরদেহ

  • Update Time : ০৬:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 190

জেলা প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা নদী থেকে ভাসমান এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার পুরোনো লঞ্চঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সাইফুল ইসলাম বলেন, ‘নদীর ঘাটে গোসল করতে এসে দেখি পলিথিন ব্যাগের ভেতর মানব শিশুর মতো কিছু একটা দেখা যাচ্ছে। সামনে এগিয়ে দেখি সত্যি এক নবজাতকের মরদেহ। এরপর আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে ডামুড্যা থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, ‘এক অপরিপক্ব শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ডের কার্যক্রম চলছে।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাত ঘটিয়ে কেউ নবজাতকটিকে পলিথিন ব্যাগে ভরে নদীতে ফেলে গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ডামুড্যা নদীতে ভেসে এলো নবজাতকের মরদেহ

Update Time : ০৬:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা নদী থেকে ভাসমান এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার পুরোনো লঞ্চঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সাইফুল ইসলাম বলেন, ‘নদীর ঘাটে গোসল করতে এসে দেখি পলিথিন ব্যাগের ভেতর মানব শিশুর মতো কিছু একটা দেখা যাচ্ছে। সামনে এগিয়ে দেখি সত্যি এক নবজাতকের মরদেহ। এরপর আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে ডামুড্যা থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, ‘এক অপরিপক্ব শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ডের কার্যক্রম চলছে।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাত ঘটিয়ে কেউ নবজাতকটিকে পলিথিন ব্যাগে ভরে নদীতে ফেলে গেছে।