চৌহালীতে পোনামাছ অবমুক্তকরণ
- Update Time : ০২:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / 1278
মোঃ ইমরুল হাসান
সিরাজগঞ্জের চৌহালীতে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব-খাতের আওতায় চৌহালী মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে চৌহালী সরকারী কলেজ’র পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
পোনা মাছ অবমুক্ত করেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার।
পোনা অবমুক্তকরণে ফারুক সরকার বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী, আমাদের দেশে যখনই কোন বড় ধরনের দুর্যোগ আসে তখন মৎস্য সম্পদ বন্ধু হিসেবে দুর্যোগ মোকাবিলায় আমাদের পাশে দাঁড়ায়। সুতরাং এ সম্পদকে যত্ন করতে হবে বলে তিনি মনে করেন।
চৌহালীতে মোট সাতটি পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ গুলির মধ্যে, রুই,কাতলা, মিকরা,কালবাউশ সহ আরো বিভিন্ন প্রজাতির মাছের পোনা উল্লেখযোগ্য।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান, রায়গঞ্জ সিরাজগঞ্জের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নিমগাছী মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) ড.মোঃ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানা’র (ওসি) হারুন অর রশিদ, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মানিক, অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর নিশাত জাহান, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।