আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ, আহত ১২

  • Update Time : ১০:৪৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / 205

জেলা প্রতিনিধি

সড়ক নির্মাণকাজ নিয়ে বিরোধের জেরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের তিনজন বাঘাইছড়ি হাসপাতালে ও ৯ জন খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা অবনতি হওয়ায় তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মদ দুই গ্রুপের মারামারি ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

স্থানীয়রা বলছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে দুরছড়ি বাজারে একটি বাজের শেড নির্মাণ করা হচ্ছে। কিন্তু বাজার সেটি নির্মাণে বাজার কমিটি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন কান্তি দেকে বাধা দেয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল জালাল। এই বিষয়ে উভয়পক্ষ বাগ্‌বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে সংঘর্ষে ১২ জন আহত হন।

বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাছের জানান, নিজেদের মধ্যে মারামরির ঘটনা ঘটেছে। সিনিয়রদের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন জানান, খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিশ্বজিৎ দাশ জানান, দুপক্ষের মারামারিতে আহত ১২ জন হাসপাতালে এলে গুরুতর আহতদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের বাঘাইছড়ি হাসপাতালে চিকিৎসা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media


আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ, আহত ১২

Update Time : ১০:৪৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

সড়ক নির্মাণকাজ নিয়ে বিরোধের জেরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের তিনজন বাঘাইছড়ি হাসপাতালে ও ৯ জন খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা অবনতি হওয়ায় তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মদ দুই গ্রুপের মারামারি ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

স্থানীয়রা বলছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে দুরছড়ি বাজারে একটি বাজের শেড নির্মাণ করা হচ্ছে। কিন্তু বাজার সেটি নির্মাণে বাজার কমিটি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন কান্তি দেকে বাধা দেয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল জালাল। এই বিষয়ে উভয়পক্ষ বাগ্‌বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে সংঘর্ষে ১২ জন আহত হন।

বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাছের জানান, নিজেদের মধ্যে মারামরির ঘটনা ঘটেছে। সিনিয়রদের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন জানান, খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিশ্বজিৎ দাশ জানান, দুপক্ষের মারামারিতে আহত ১২ জন হাসপাতালে এলে গুরুতর আহতদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের বাঘাইছড়ি হাসপাতালে চিকিৎসা চলছে।