চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
- Update Time : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / 645
চট্টগ্রাম প্রতিনিধি :-
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম আইন কলেজের অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক প্রতীক কুমার দেব ও অধ্যাপক আবু তৈয়ব কিরণ (ইব্রাহিম)।
কলেজ ছাত্রলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম (রাফি’) সভাপতিত্বে ও কলেজ ছাত্রনেতা মাহমুদুল হাসানের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন সুদীপ্ত আকাশ রাজন।
এইসময় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা, হাফেজা আফরিন, আনোয়ার হোসেন,মোঃ রফিক আহমেদ,উৎফল দাস, নুর হোসাইন শ্রাবণ, আবু বক্কর সিদ্দিক (জুয়েল),আশিকুর রহমান, বেলাল উদ্দিন রিয়াদ সহ প্রমুখ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রনেতা
মোঃ ইয়াছিন পাঠোয়ারী, পংকজ শীল,পুলক শর্মা, রুবেল মাহমুদ, জয় সংকর চৌধুরী,জান্নাতুল মাওয়া, জান্নাতুল লিজা,আবদুর রহিম,শান্তা নাহার খানম,ফারহানা সর্মি,বিজয় স্বাধীন, কল্লোর বড়ুয়া, অন্তর দে ,সৌরভ, বিশ্বজিৎ, শুভ চন্দ্র দাশ , পুলন সিংহ, সালমান চৌধুরী,ডেভিট,আশরাফুল ইসলাম, সুমন দাস,হালিমা আক্তার, নিপা বড়ুয়া, ইফরান সহ ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ ।
প্রধান অতিথি বক্তব্যের চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে এই দেশ পরাধীনতার শিকল থেকে মুক্তি পেতো না। স্বাধীন এই সোনার বাংলায় বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা।
১৫ আগস্ট ১৯৭৫ সালের স্বাধীনতা বিরোধী কিছু নরপশু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে।যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় রচিত হয়ে রইল। এইসময় তিনি জাতির পিতার পলাতক খুনিদের দেশে এনে শাস্তিরও দাবি জানান।