বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য নিয়ে মোংলায় এমভি হুয়াইয়ন জাহাজ মোংলা প্রতিনিধি

  • Update Time : ০২:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / 123

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে কোরিয়ান পতাকাবাহী এমভি হুয়াইয়ন হোপ নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।

সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

এর আগে ২ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

এমভি হুয়াইয়ন হোপ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই নিয়ে ৬ বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজে এক হাজার ৭০০ টন সেতুর মূল অবকাঠামোর মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে আমদানি করা এসব মালামাল।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তিন দিনের মধ্যে জাহাজ থেকে আমদানি পণ্য খালাস শেষ হবে। খালাস শেষে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

Tag :

Please Share This Post in Your Social Media


বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য নিয়ে মোংলায় এমভি হুয়াইয়ন জাহাজ মোংলা প্রতিনিধি

Update Time : ০২:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে কোরিয়ান পতাকাবাহী এমভি হুয়াইয়ন হোপ নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।

সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

এর আগে ২ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

এমভি হুয়াইয়ন হোপ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই নিয়ে ৬ বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজে এক হাজার ৭০০ টন সেতুর মূল অবকাঠামোর মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে আমদানি করা এসব মালামাল।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তিন দিনের মধ্যে জাহাজ থেকে আমদানি পণ্য খালাস শেষ হবে। খালাস শেষে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।