আইসক্রিমে বিষাক্ত রঙ ও রাসায়নিক, ৬০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 164
জেলা প্রতিনিধি
নীলফামারীতে বিষাক্ত রঙ ও রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি এবং নামীদামী ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করার দায়ে সোনার বাংলা নামে এক প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার জেলা শহরের পলাশবাড়ী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানার অর্থ আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, বিষাক্ত রঙ, রাসায়নিক ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরি, নিম্নমানের কোমল পানীয় তৈরি করে বিভিন্ন ব্রান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করে আসছিল সোনার বাংলা নামের প্রতিষ্ঠানটি। অভিযানে তা প্রমাণিত হওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রতিষ্ঠানের মালিক ফেরদৌস আলম তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। এসময় জব্দ করা পণ্যগুলো মাটিতে পুতে ধ্বংস করে প্রতিষ্ঠানটি সাতদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ অভিযানে সহযোগিতা করেন নীলফামারী সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোরসালিন ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল।