ঢাকার হাসপাতালে জায়গা না পেয়ে জেলায় ছুটছেন ডেঙ্গু রোগীরা

  • Update Time : ১০:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / 162

জেলা প্রতিনিধি

রাজধানীর হাসপাতালগুলোতে জায়গা না পেয়ে ডেঙ্গু রোগীরা ছুটছেন বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে। তবে রোগী বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৮৪ জন।

রোগী ও তাদের স্বজনরা জানায়, বেশিরভাগ রোগী ঢাকায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জ এসেছেন।

বগুড়াতেও একই অবস্থা। আক্রান্তদের বেশিরভাগই রাজধানী থেকে বিভিন্ন উপসর্গ নিয়ে বগুড়ায় এসে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বেড না পাওয়ায় রোগীরা ছুটে আসছেন এখানে।

ডেঙ্গুর নতুন হটস্পট বরিশাল বিভাগেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। শেরেবাংলা মেডিকেলে নতুন ভর্তি ৮১ জনসহ এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২শ’ ৩৩ জন। তবে জেলা স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগী বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশালের স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সংখ্যা বেশি হলেও এখনো নিয়ন্ত্রণে আছে।

মাদারীপুরে প্রথমদিকে আক্রান্ত হওয়া অধিকাংশ রোগী ঢাকা থেকে আসলেও বর্তমানে স্থানীয়রা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শিবচর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি আছেন ৩৬ জন।

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর চাপ বাড়ায় শয্যা সংখ্যা ২১ থেকে ৮০টি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকার হাসপাতালে জায়গা না পেয়ে জেলায় ছুটছেন ডেঙ্গু রোগীরা

Update Time : ১০:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

রাজধানীর হাসপাতালগুলোতে জায়গা না পেয়ে ডেঙ্গু রোগীরা ছুটছেন বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে। তবে রোগী বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৮৪ জন।

রোগী ও তাদের স্বজনরা জানায়, বেশিরভাগ রোগী ঢাকায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জ এসেছেন।

বগুড়াতেও একই অবস্থা। আক্রান্তদের বেশিরভাগই রাজধানী থেকে বিভিন্ন উপসর্গ নিয়ে বগুড়ায় এসে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বেড না পাওয়ায় রোগীরা ছুটে আসছেন এখানে।

ডেঙ্গুর নতুন হটস্পট বরিশাল বিভাগেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। শেরেবাংলা মেডিকেলে নতুন ভর্তি ৮১ জনসহ এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২শ’ ৩৩ জন। তবে জেলা স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগী বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশালের স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সংখ্যা বেশি হলেও এখনো নিয়ন্ত্রণে আছে।

মাদারীপুরে প্রথমদিকে আক্রান্ত হওয়া অধিকাংশ রোগী ঢাকা থেকে আসলেও বর্তমানে স্থানীয়রা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শিবচর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি আছেন ৩৬ জন।

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর চাপ বাড়ায় শয্যা সংখ্যা ২১ থেকে ৮০টি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।