কটকাসহ সুন্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত
- Update Time : ১১:২৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / 136
জেলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সুন্দরবনসহ উপকূলীয় এলাকার নদনদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়ে পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, আলোরকোল, অফিসকিল্লাসহ সমুদ্রতীরবর্তী বন প্লাবিত হয়েছে।
জলোচ্ছ্বাসে ভাসছে কটকা, কচিখালী ও দুবলার অফিস ঘর ও রেস্ট হাউজ। এসব এলাকার বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছে বোনের উঁচু এলাকায়।
এদিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডার বেড়িবাঁধের বাইরে থাকা বগী খুড়িয়াখালী এলাকার দুই শতাধিক বাড়িঘরে পানি ঢুকেছে।
জলোচ্ছ্বাসের প্রভাবে পানি বৃদ্ধির পাশাপাশি থেকে থেকে চলছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি।
বুধবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের কটকা ষ্টেশন অফিসার সুরজীত চৌধুরী জানান, নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। অনেক জেলেরা ফিশিং ট্রলার নিয়ে কটকাসহ বনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন।
কটকার রেস্টহাউসসহ বনরক্ষকদের ব্যারাক পানিতে প্লাবিত হয়েছে বলেও জানান তিনি।