বাঁচতে চায় মাওলানা শাহীন, সাহায্যের আবেদন

  • Update Time : ০৭:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / 166

জেলা প্রতিনিধি

তরুন আলেমে দ্বীন মাওলানা মো. শাহীন (২৬)। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালীয়া গ্রামের দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অনেকদিন ধরে পেটের নানান সমস্যায় ভুগে এখন ঢাকার শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার হাসপাতালে শয্যাশায়ী তিনি।

সেখানে তার পেটের একটি অপারেশন হলেও দৃশ্যমান কোন উন্নতি হয়নি। ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতে গিয়ে মানবেতর অবস্থায় পড়েছে তার পরিবার।

মনোহরদীর মনতলা গ্রামের গেদু সরকার বাড়ীর জামে মসজিদে মাওলানা শাহীন ইমামতি করে কোনও রকমে সংসার চালালেও এই অবস্থায় তার পরিবার চরম আর্থিক সঙ্কটে ভুগছে। তাই তার সত্তরোর্দ্ধ পিতা পরিবারের হাল ধরে পরের জমিতে কাজ করছেন।

ভিটেবাড়ী ছাড়া মাওলানা শাহীনের আর কোন সম্পত্তি না থাকায় চিকিৎসা চালিয়ে যাওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু শাহিনের বেঁচে থাকতে হলে প্রয়োজন উন্নত চিকিৎসা। ফলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন এ তরুন আলেমে দ্বীন।

এই আবস্থায় সমাজের সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্যের জন্য “০১৭৫৯৬৯৫৭৯২” এই নম্বরে যোগাযোগের আনুরোধ জানিয়েছে পরিবারটি।

Tag :

Please Share This Post in Your Social Media


বাঁচতে চায় মাওলানা শাহীন, সাহায্যের আবেদন

Update Time : ০৭:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

তরুন আলেমে দ্বীন মাওলানা মো. শাহীন (২৬)। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালীয়া গ্রামের দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অনেকদিন ধরে পেটের নানান সমস্যায় ভুগে এখন ঢাকার শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার হাসপাতালে শয্যাশায়ী তিনি।

সেখানে তার পেটের একটি অপারেশন হলেও দৃশ্যমান কোন উন্নতি হয়নি। ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতে গিয়ে মানবেতর অবস্থায় পড়েছে তার পরিবার।

মনোহরদীর মনতলা গ্রামের গেদু সরকার বাড়ীর জামে মসজিদে মাওলানা শাহীন ইমামতি করে কোনও রকমে সংসার চালালেও এই অবস্থায় তার পরিবার চরম আর্থিক সঙ্কটে ভুগছে। তাই তার সত্তরোর্দ্ধ পিতা পরিবারের হাল ধরে পরের জমিতে কাজ করছেন।

ভিটেবাড়ী ছাড়া মাওলানা শাহীনের আর কোন সম্পত্তি না থাকায় চিকিৎসা চালিয়ে যাওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু শাহিনের বেঁচে থাকতে হলে প্রয়োজন উন্নত চিকিৎসা। ফলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন এ তরুন আলেমে দ্বীন।

এই আবস্থায় সমাজের সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্যের জন্য “০১৭৫৯৬৯৫৭৯২” এই নম্বরে যোগাযোগের আনুরোধ জানিয়েছে পরিবারটি।