বেনাপোলে রপ্তানিবাহী ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

  • Update Time : ০৫:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / 147

জেলা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্টে রপ্তানিবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে স্কুলে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিকা (১২) উপজেলার বড় আঁচড়া গ্রামের আলমগিরের মেয়ে। সে বেনাপোল গার্লস স্কুলে পড়াশুনা করতো।

স্থানীয়রা জানায়, ভারতে রপ্তানিমুখী ১০ চাকার রপ্তানিবাহী একটি ট্রাক ঘোরানোর সময় পেছনের ডাবল চাকায় পিষ্ট হয় আনিকা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে যশোরে রেফার করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভুঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন স্কুলছাত্রী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনায় ওই ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


বেনাপোলে রপ্তানিবাহী ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

Update Time : ০৫:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্টে রপ্তানিবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে স্কুলে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিকা (১২) উপজেলার বড় আঁচড়া গ্রামের আলমগিরের মেয়ে। সে বেনাপোল গার্লস স্কুলে পড়াশুনা করতো।

স্থানীয়রা জানায়, ভারতে রপ্তানিমুখী ১০ চাকার রপ্তানিবাহী একটি ট্রাক ঘোরানোর সময় পেছনের ডাবল চাকায় পিষ্ট হয় আনিকা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে যশোরে রেফার করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভুঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন স্কুলছাত্রী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনায় ওই ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।