চট্টগ্রামে পুলিশ-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া

  • Update Time : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / 141

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম নগরীতে পুলিশের সাথে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর দুইটার দিকে আগ্রাবাদ চৌমুহনী মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে পৌনে দুইটার দিকে আগ্রাবাদ মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে চৌমুহনীর দিকে আসে। এতে শতাধিক জামায়াত নেতাকর্মী অংশ নেয়।

পুলিশ জানায়, মিছিলটি চৌমুহনীর কাছাকাছি আসলে অতর্কিত পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। এসময় আরও কয়েকটি গাড়ি ভাংচুর করেন নেতাকর্মীরা।

মহানগর পুলিশের পশ্চিম শাখার উপ-কমিশনার জসিম উদ্দিন জানান, নামাজ শেষে আগ্রাবাদ মোড় থেকে মিছিল শুরু হয়। মসজিদ থেকে মুসল্লিরাও বের হচ্ছিলেন একই সময়। এর ফলে কারা সাধারণ মুসল্লি আর কারা জামায়াত নেতাকর্মী তা আলাদা করা যাচ্ছিল না।

তিনি জানান, এক পর্যায়ে চৌমুহনী মোড়ের কাছে এসে তারা পুলিশের গাড়িতে হামলা চালায়। এই ঘটনার পর পর চৌমুহনী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


চট্টগ্রামে পুলিশ-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া

Update Time : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম নগরীতে পুলিশের সাথে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর দুইটার দিকে আগ্রাবাদ চৌমুহনী মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে পৌনে দুইটার দিকে আগ্রাবাদ মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে চৌমুহনীর দিকে আসে। এতে শতাধিক জামায়াত নেতাকর্মী অংশ নেয়।

পুলিশ জানায়, মিছিলটি চৌমুহনীর কাছাকাছি আসলে অতর্কিত পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। এসময় আরও কয়েকটি গাড়ি ভাংচুর করেন নেতাকর্মীরা।

মহানগর পুলিশের পশ্চিম শাখার উপ-কমিশনার জসিম উদ্দিন জানান, নামাজ শেষে আগ্রাবাদ মোড় থেকে মিছিল শুরু হয়। মসজিদ থেকে মুসল্লিরাও বের হচ্ছিলেন একই সময়। এর ফলে কারা সাধারণ মুসল্লি আর কারা জামায়াত নেতাকর্মী তা আলাদা করা যাচ্ছিল না।

তিনি জানান, এক পর্যায়ে চৌমুহনী মোড়ের কাছে এসে তারা পুলিশের গাড়িতে হামলা চালায়। এই ঘটনার পর পর চৌমুহনী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।