ইবিতে রক্তিমা’র নবীন বরণ ও প্রবীণ বিদায়

  • Update Time : ০৮:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / 159

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবীদের রক্তদান সংগঠন রক্তিমা’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আই আই ই আর ভবনের ১০২ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীনদের ফুল দিয়ে বরন ও প্রবীণ সদস্যদের বিদায়ী সম্মাননা হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ তুষারসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, এই সংগঠনের মাধ্যমে মানুষের উপকার করায় আমাদের মূল লক্ষ্য। রক্তিমার কারনে আজ হাজারো অসহায়, দরিদ্র্য মানুষ মৃত্যুর হাত থেকে ফিরে আসছে। সকলের সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম এগিয়ে যাক এই প্রত্যাশা করি।

উল্লেখ্য, ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ইবিতে রক্তিমা’র নবীন বরণ ও প্রবীণ বিদায়

Update Time : ০৮:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবীদের রক্তদান সংগঠন রক্তিমা’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আই আই ই আর ভবনের ১০২ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীনদের ফুল দিয়ে বরন ও প্রবীণ সদস্যদের বিদায়ী সম্মাননা হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ তুষারসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, এই সংগঠনের মাধ্যমে মানুষের উপকার করায় আমাদের মূল লক্ষ্য। রক্তিমার কারনে আজ হাজারো অসহায়, দরিদ্র্য মানুষ মৃত্যুর হাত থেকে ফিরে আসছে। সকলের সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম এগিয়ে যাক এই প্রত্যাশা করি।

উল্লেখ্য, ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে।