মাদারীপুরে অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

  • Update Time : ০২:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / 103

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

রোববার দিনগত রাতে শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পালিয়ে যায় আরও চার ডাকাত।

এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ধারালো ছেনদা, লোহার তৈরি ছোরা, স্টিলের পাতের কুড়াল, এসএস পাইপ, লোহার রড ও স্টিলের স্লাইরেঞ্জ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা থানার দেবত্তর বিনোবপুর গ্রামের মাহাবুবুল ইসলাম, মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার জসলদিয়া গ্রামের আবুল কালাম কাজী, মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের জুলহাস বেপারী, কান্দি গ্রামের মিরাজ হাওলাদার, একই এলাকার সুখচান হাওলাদার, কান্দি গ্রামের আকাশ ওরফে আরিফ হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা থানার নুরপুর গ্রামের মশিউর বেপারী।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা উপজেলার কাঠালবাড়ী এলাকায় অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

পুলিশ অভিযানে ছয় ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাতরা একটি ভ্যানের নিচে মোটা কাপড় দিয়ে পর্দা বানিয়ে সেখানে দেশীয় অস্ত্রগুলো লুকিয়ে রাখে। পরে পুলিশ ভ্যানের তলানিতে তল্লাশি করে অস্ত্রগুলো জব্দ করে।

শিবচরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ডাকাতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


মাদারীপুরে অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

Update Time : ০২:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

রোববার দিনগত রাতে শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পালিয়ে যায় আরও চার ডাকাত।

এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ধারালো ছেনদা, লোহার তৈরি ছোরা, স্টিলের পাতের কুড়াল, এসএস পাইপ, লোহার রড ও স্টিলের স্লাইরেঞ্জ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা থানার দেবত্তর বিনোবপুর গ্রামের মাহাবুবুল ইসলাম, মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার জসলদিয়া গ্রামের আবুল কালাম কাজী, মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের জুলহাস বেপারী, কান্দি গ্রামের মিরাজ হাওলাদার, একই এলাকার সুখচান হাওলাদার, কান্দি গ্রামের আকাশ ওরফে আরিফ হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা থানার নুরপুর গ্রামের মশিউর বেপারী।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা উপজেলার কাঠালবাড়ী এলাকায় অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

পুলিশ অভিযানে ছয় ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাতরা একটি ভ্যানের নিচে মোটা কাপড় দিয়ে পর্দা বানিয়ে সেখানে দেশীয় অস্ত্রগুলো লুকিয়ে রাখে। পরে পুলিশ ভ্যানের তলানিতে তল্লাশি করে অস্ত্রগুলো জব্দ করে।

শিবচরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ডাকাতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।