হিলি স্থলবন্দরের চার লেনের কাজ শেষ হয়নি সাত মাসে

  • Update Time : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / 105

জেলা প্রতিনিধি

সাত মাসে শেষ হয়নি দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়ক চার লেন করার কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারীসহ এলাকাবাসী।

ভুক্তভোগীরা জানান, কার্পেটিং তুলে ফেলার কারণে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। রাস্তার কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করেছে সড়ক ও জনপথ বিভাগ।

হিলি স্থলবন্দরে যাওয়ার প্রধান এই সড়ক প্রশস্ত করে ফোর লেনে উন্নীত করার কাজ চলছে ২০২২ সালের ডিসেম্বর থেকে। কিন্তু সাত মাসে দুই লেনেরই কাজ শেষ হয়নি।

এই সড়কে প্রতিদিন চলাচল করে ভারত থেকে পণ্য নিয়ে আসা শত শত ট্রাক। সংস্কারের জন্য পুরনো কার্পেটিং তুলে ফেলায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরা, প্রায়শই ঘটছে দুর্ঘটনা।

পথচারী ও এলাকাবাসীর অভিযোগ, দুইদিন কাজ করলে দশদিন বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান।

দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন জানান, কাজ চলছে ধীর গতিতে। সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে বেড়েছে জনগণের ভোগান্তি।

সাতমাসেও দুই কিলোমিটার রাস্তার কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করেছে সড়ক ও জনপথ বিভাগ।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী উপ-সহকারী প্রকৌশলী আনফ সরকার বলেন, আমাদের কাজের গতি এতদিন একটু ধীর থাকলেও এখন পুরো দমে কাজ চলছে। আসা করি দ্রুতই কাজ শেষ হবে।

হিলি বন্দরের জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট। এনিয়ে কোনো কথা বলেনি তারা।

Tag :

Please Share This Post in Your Social Media


হিলি স্থলবন্দরের চার লেনের কাজ শেষ হয়নি সাত মাসে

Update Time : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

জেলা প্রতিনিধি

সাত মাসে শেষ হয়নি দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়ক চার লেন করার কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারীসহ এলাকাবাসী।

ভুক্তভোগীরা জানান, কার্পেটিং তুলে ফেলার কারণে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। রাস্তার কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করেছে সড়ক ও জনপথ বিভাগ।

হিলি স্থলবন্দরে যাওয়ার প্রধান এই সড়ক প্রশস্ত করে ফোর লেনে উন্নীত করার কাজ চলছে ২০২২ সালের ডিসেম্বর থেকে। কিন্তু সাত মাসে দুই লেনেরই কাজ শেষ হয়নি।

এই সড়কে প্রতিদিন চলাচল করে ভারত থেকে পণ্য নিয়ে আসা শত শত ট্রাক। সংস্কারের জন্য পুরনো কার্পেটিং তুলে ফেলায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরা, প্রায়শই ঘটছে দুর্ঘটনা।

পথচারী ও এলাকাবাসীর অভিযোগ, দুইদিন কাজ করলে দশদিন বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান।

দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন জানান, কাজ চলছে ধীর গতিতে। সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে বেড়েছে জনগণের ভোগান্তি।

সাতমাসেও দুই কিলোমিটার রাস্তার কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করেছে সড়ক ও জনপথ বিভাগ।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী উপ-সহকারী প্রকৌশলী আনফ সরকার বলেন, আমাদের কাজের গতি এতদিন একটু ধীর থাকলেও এখন পুরো দমে কাজ চলছে। আসা করি দ্রুতই কাজ শেষ হবে।

হিলি বন্দরের জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট। এনিয়ে কোনো কথা বলেনি তারা।