নীলফামারীর চার ইউপিতে নৌকা ২ স্বতন্ত্র ২

  • Update Time : ০৫:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 109

নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১টিতে আ’লীগ প্রার্থী ও দুটোতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার ১৭ জুলাই ভোটগ্রহন শেষে রাত ১০টার দিকে বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন তিন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার।

এরআগে ইউপি তিনটিতে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ।
ইউপি তিনটি হল খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী।

খগাখড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৫ শত ১ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭শ ৬৮ ভোট।

গয়াবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী কমিটির সদস্য, শরীফ ইবনে ফয়সাল মুন আনারস প্রতীকে ৪ হাজার ৫শত ৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র (জামাত সমর্থিত) মো. রুকনুজ্জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট। বর্তমান চেয়ারম্যান সামসুল হক স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা নিয়ে নির্বাচন করে ভোট পেয়েছেন ২ হাজার ৪শ ৯৬টি । সেখানে আওয়ামী লীগের প্রার্থী আমজাদ হোসেন সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮শ ৬৯ ভোট।

টেপাখড়িবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম শাহিন আনারস প্রতীকে ৪ হাজার ৯শত ১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬ শত ৯৩ ভোট। ইউনিয়নটিতে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬৮০টি ।

উল্লেখ্য,তিন ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ১৩৯ জনপ্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এই তিন ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৪৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৮০ এবং মহিলা ভোটার ২৫ হাজার ১১৭ জন।
অপরদিকে জেলার জলঢাকা উপজেলার
৪ নং গোলনা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রাথী অধ‍্যক্ষ জাহেদ আলী নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৩ শত ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান কামরুল আলম কবীর (অটোরিস্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২ শত ভোট।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর চার ইউপিতে নৌকা ২ স্বতন্ত্র ২

Update Time : ০৫:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১টিতে আ’লীগ প্রার্থী ও দুটোতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার ১৭ জুলাই ভোটগ্রহন শেষে রাত ১০টার দিকে বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন তিন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার।

এরআগে ইউপি তিনটিতে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ।
ইউপি তিনটি হল খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী।

খগাখড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৫ শত ১ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭শ ৬৮ ভোট।

গয়াবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী কমিটির সদস্য, শরীফ ইবনে ফয়সাল মুন আনারস প্রতীকে ৪ হাজার ৫শত ৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র (জামাত সমর্থিত) মো. রুকনুজ্জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট। বর্তমান চেয়ারম্যান সামসুল হক স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা নিয়ে নির্বাচন করে ভোট পেয়েছেন ২ হাজার ৪শ ৯৬টি । সেখানে আওয়ামী লীগের প্রার্থী আমজাদ হোসেন সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮শ ৬৯ ভোট।

টেপাখড়িবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম শাহিন আনারস প্রতীকে ৪ হাজার ৯শত ১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬ শত ৯৩ ভোট। ইউনিয়নটিতে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬৮০টি ।

উল্লেখ্য,তিন ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ১৩৯ জনপ্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এই তিন ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৪৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৮০ এবং মহিলা ভোটার ২৫ হাজার ১১৭ জন।
অপরদিকে জেলার জলঢাকা উপজেলার
৪ নং গোলনা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রাথী অধ‍্যক্ষ জাহেদ আলী নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৩ শত ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান কামরুল আলম কবীর (অটোরিস্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২ শত ভোট।